Sunday, November 16, 2025

ভারতীয় বংশোদ্ভূত ৬৬ সন্ত্রাসী ইসলামিক স্টেটের সদস্য, চাঞ্চল্যকর রিপোর্ট আমেরিকার

Date:

আমেরিকার(America) গোপন অভিযানে আবু বকর আল বাগদাদীকে খতম করা হয়েছে ঠিকই, কিন্তু গোপনে ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে আইএসের(IS) জেহাদী রক্তবীজরা। উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি প্রকাশিত এক মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, নৃশংস ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সদস্য অন্তত ৬৬ জন ভারতীয় বংশোদ্ভূত সন্ত্রাসবাদী(terrorist)।

গত বৃহস্পতিবার আমেরিকার বিদেশ দফতরের তরফে ‘২০২০ কান্ট্রি রিপোর্টস অন টেররিজম’ নামক এক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়। যেখানে দাবি করা হয়েছে, আইএস জঙ্গি সংগঠনে এমন ৬৬ জন জঙ্গি রয়েছে যারা ভারতীয় বংশোদ্ভূত বলে প্রমাণ পাওয়া গিয়েছে। শুধু তাই নয় ২০২০ সালে বিদেশে সন্ত্রাসবাদি কার্যকলাপ চালানোর কোনো জঙ্গিকে ভারতের পত্র পূরণ করা হয়নি বলেও জানিয়েছে ওই রিপোর্ট। একই সঙ্গে ঠিক সময়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সন্ত্রাস সংক্রান্ত কার্যকলাপ শনাক্ত এবং ব্যাহত করায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-সহ ভারতের সব সন্ত্রাস বিরোধী সংস্থাগুলির সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে আমেরিকা। পাশাপাশি সন্ত্রাস রুখতে পাকিস্তানের ব্যর্থতার কথাও তুলে ধরা হয়েছে রিপোর্টে।

আরও পড়ুন:Omicron:বুস্টার-সহ তিনটি করোনার ডোজ নিয়েও ওমিক্রনে আক্রান্ত মুম্বইয়ের যুবক

উল্লেখ্য, কাশ্মীরে অস্থিরতার সুযোগ নিয়ে সন্ত্রাসের জাল ক্রমশ সেখানে ছড়িয়ে দিতে শুরু করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। পশ্চিমবঙ্গ জেহাদি দলটির ‘ট্রানজিট রুট’ হিসেবে পরিচিতি লাভ করেছে গোয়েন্দা মহলে। গত মার্চ মাসে রাষ্ট্রসংঘের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ভারতে জেহাদের বিষ ছড়াতে তৈরি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট -খোরাসন (ISIL-K)। ভারতীয় উপমহাদেশে এবার সংগঠনটির দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিব-আল-মুহাজির। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার দুয়েক আইএস-কে জঙ্গি রয়েছে। সেখানে তাদের প্রশিক্ষণ চলছে। যে কোনও সময় তারা ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে হামলা চালাতে পারে। এখানে আশঙ্কার মাঝেই এবার প্রকাশ্যে এলো নয়া এই মার্কিন রিপোর্ট।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version