Omicron:দেশে ওমিক্রন আক্রান্ত সেঞ্চুরির গণ্ডি পেরোল, উদ্বেগে কেন্দ্র

সতর্কতা হিসাবে কোভিড বিধি মেনে চলা ছাড়াও প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা, ভিড়-অনুষ্ঠান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

দেশজুড়ে বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। প্রতিনিয়তই বাড়ছে সংক্রমনের সংখ্যা। ইতিমধ্যে ভারতে করোনার নয়া এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা ১০১। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে এই উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয় কোভিডের পূর্ববর্তী রূপগুলির থেকে ওমিক্রন বেশি সংক্রামক।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা

শুক্রবারই দিল্লিতে ১০ জন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। করোনার নয়া এই রূপের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রকের উদ্বেগ তাৎপর্যপূর্ণ।

মহারাষ্ট্রে দিনের পর দিন বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া কর্নাটক, কেরল, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং দিল্লিতেও ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে।


Previous articleBreakfast sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleBelur Math:দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলতে চলেছে বেলুড় মঠ