Thursday, August 28, 2025

কলকাতা পুরভোট মিটতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধি দল হাজির হলেন রাজ্যপালের কাছে।
২৫ জন বিজেপি বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিরোধী দলনেতা। সেই বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, “রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আগে থেকে সময় চেয়েছিলাম। উনি সন্ধ্যে ৬ টায় সময় দিয়েছিলেন।”

 

এরপর আধ ঘণ্টা পেরোতেই রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) ।

রাজ্যের পরিস্থিতি জরুরি অবস্থার মতো বলে ফের একবার রাজ্যকে আক্রমণ করলেন । বিজেপির (BJP) প্রতিনিধি দল যে ভাষাতে রাজ্যকে আক্রমণ করেছিলেন, তারই প্রতিধ্বনি শোনা গেল রাজ্যের সাংবিধানিক প্রধানের গলাতেও ।
বিজেপি প্রতিনিধি দল বিধায়ক হস্টেলে বিধায়ককে আটকে থাকার বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন । রাজ্যপালও একই ভাবে বিষয়টি নিয়ে মুখ খুললেন । কিন্তু, কী কারণে বিধায়ক হস্টেলে ওই ঘটনা ঘটেছিল, তার কোনও তথ্য তুলে ধরতে পারেন নি রাজ্যপাল । টুইট দেখেই বোঝা যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল তাঁর সমানে তথ্য তুলে ধরেছে, তিনিও সেটাই টুইট করে দিয়েছেন ।

এরপরের অভিযোগটি রীতিমতো হাস্যকর।রাজ্যপালের অভিযোগ, কলকাতার মানুষ ভোট দিতে পারেন নি । ঠিক যেমন ভাবে গোটা দিন ভোটের ময়দানে না থাকা বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে নিজেদের উপস্থিতি দেখানোর চেষ্টা করেছিলেন । অথচ নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, দু-একটা ঘটনা ছাড়া পুরভোটে কোনও হিংসার ঘটনা ঘটেনি । ছাপ্পা-রিগিংয়ের কোনও অভিযোগ নেই, তখনও বিজেপি বার বার ছাপ্পা ভোটের অভিযোগ করে গেল । ভোটের ময়দানে প্রচারের সময় যেমন তাদের দেখা যায়নি, তেমনই রবিবারও সারা দিন দেখা গেল না তাদের । অথচ সেই বিজেপি নেতারা ছাপ্পা ভোটের অভিযোগ করে গেলেন । আর সেই বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল তুললেন ছাপ্পা ভোটের অভিযোগ ।
কিন্ত বাস্তব বলছে, এ দিন সকালেও নিরাপত্তা রক্ষীকে দূরে রেখে দিব্যি শান্তিতে ভোট দিয়েছেন এই রাজ্যপাল ।

পুরভোটে নিয়ে যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে তিনি বলেন, ‘মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বিরোধীরা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন। তাই এই সব কথাকে উপেক্ষা করুন’।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version