Sunday, November 9, 2025

আধার-ভোটার সংযুক্তিকরণ সংক্রান্ত বিল পাস লোকসভায়, তীব্র বিক্ষোভ বিরোধীদের

Date:

লোকসভায় বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও ধ্বনি ভোটে পাস হয়ে গেল নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১(Election Laws Amendment Bill, 2021)। মোদি সরকারের(Modi Govt) এই বিল পাসের ফলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়ে গেল আইনি বাধ্যকতা। এই বিল পাস আটকাতে বিরোধীদের তরফে তুমুল বিরোধিতা করা হলেও সে বিরোধিতা ধোপে টেকেনি।

সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজেজু(Kiren Rijeju) নির্বাচনী আইন সংশোধনী বিল পেশ করেন লোকসভায়। এরপরই এই বিল নিয়ে আপত্তি তোলে কংগ্রেস, এআইএমআইএম, বিএসপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। বিরোধীদের তরফে অভিযোগ করা হয় এই বিল নাগরিক অধিকারকে খর্ব করবে। ব্যক্তির গোপনীয়তায় হস্তক্ষেপ করা হবে নয়া বিলের সুযোগ নিয়ে। বিল ফেরত নিতে বিরোধিরা আবেদন জানালেও তাদের আবেদনে কান দেয়নি কেন্দ্র। বিলটিকে সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সরব হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তবে সে দাবিও মানা হয়নি। কিরেন রিজেজু বিরোধীদের পাল্টা বলেন, ভুয়ো ভোটার চিহ্নিত করতে ও নির্বাচনকে স্বচ্ছ করতেই এই আইনি সংশোধন কাজে আসবে।

আরও পড়ুন:Rafael Nadal: করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল, টুইট করে জানালেন নিজেই

এই বিলের বিরোধিতা করে এদিন কংগ্রেসের সাংসদ শশী থারুর বলেন, “আধার কার্ড কেবল বাসস্থানের প্রমাণ দেওয়ার জন্য ব্যবহারের কথা। এটা নাগরিকত্বের প্রমাণ নয়। যদি ভোটারদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হয়, তবে তার বাড়ির ঠিকানাই পাবেন, নাগরিকত্বের প্রমাণ নয়। আপনারা এই নতুন বিলের মাধ্যমে যারা ভোটার নন, তাদের হাতেও ভোট দেওয়ার ক্ষমতা তুলে দিচ্ছেন।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version