Tuesday, August 26, 2025

সাংসদ সাসপেন্ড ইস্যুতে বৈঠকের ডাক কেন্দ্রের, সর্বদলের প্রস্তাব দিয়ে বয়কট তৃণমূলসহ বিরোধীদের

Date:

১২ জন সাংসদ(MP) সাসপেন্ডের(Suspend) ঘটনায় লাগাতার আন্দোলন জারি রয়েছে সংসদে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে অনুমান করে সম্প্রতি এই সাসপেনশন ইস্যুতে ৫টি রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছিল শাসক দল। যদিও শাসক দলের ডাকা সেই বৈঠক সোমবার বয়কট করল বিরোধীরা। একইসঙ্গে অভিযোগ তোলা হয়েছে, ৫টি রাজনৈতিক দলকে আলাদা ভাবে ডেকে আসলে বিরোধী ঐক্যে ভাঙন ধরাতে চাইছে শাসক দল।

বাদল অধিবেশনে সংসদের গরিমা ক্ষুণ্ন করার অভিযোগ তুলে তৃণমূলের দুই সাংসদ সহ মোট ১২ জন সাংসদকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করেছে রাজ্যসভা। এর প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। ৫ রাজনৈতিক দলের ১২ সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনায় গান্ধী মূর্তির পাদদেশে দেখা গিয়েছে বিরোধী ঐক্য। কেন্দ্রের বিরোধিতায় সরব হয়ে ওই ১২ সাংসদের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য বিরোধী সাংসদরা। সোমবার সাংসদ সাসপেন্ড ইস্যুতে ৫ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকে কেন্দ্র। তবে বিরোধীদের তরফে দাবি তোলা হয় এ বিষয়ে কোনরকম আলোচনা হলে ডাকতে হবে সর্বদল বৈঠক। পাশাপাশি কেন্দ্রের ডাকা এই বৈঠক বয়কট করে কংগ্রেস তৃণমূল। অভিযোগ তোলা হয় শুধুমাত্র বিরোধী ঐক্যে ভাঙন ধরাতে ষড়যন্ত্র করছে বিজেপি সরকার(BJP Govt)।

আরও পড়ুন:ওমিক্রনের প্রভাব শেয়ারবাজারে, এক ধাক্কায় ১৫০০ পয়েন্ট নামল সেনসেক্স

এ বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge) বলেন, বৈঠক যদি করতেই হয় তবে সর্বদল বৈঠক করা হোক। তাঁর অভিযোগ সরকার বিরোধী দলগুলোকে বিভাজিত করার ষড়যন্ত্র করছে। কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দল এ বিষয়ে একজোট। সরকারের উচিত সর্বদল বৈঠক ডাকা। তিনি আরো বলেন, শুধুমাত্র ৫ দলকে ডাকা হয়েছে, বাকি বিরোধী রাজনৈতিক দলগুলিকে না ডাকলে তাদের কাছে কি বার্তা যাবে? সরকার এভাবেই বিরোধী ঐক্য ভাঙনের চেষ্টা করছে। ইতিমধ্যেই এ বিষয়ে বৈঠকের জন্য সর্বদল বৈঠক ডাকার আবেদন সরকারের কাছে পাঠানো হয়েছে।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version