Wednesday, November 12, 2025

বিভেদ নয়, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের: বড়দিনের উৎসব সূচনামঞ্চে মমতা

Date:

গোটা দেশের অভ্যন্তরে বিভেদের বীজ যখন ভয়াবহভাবে শাখা-প্রশাখা বিস্তার করতে শুরু করেছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে রাজ্যবাসীকে একতার পাঠ দিলেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার পার্ক স্ট্রিটের অ্যালনপার্কে বড়দিনের উৎসব(Christmas festival) সূচনা মঞ্চে উপস্থিত হয় মুখ্যমন্ত্রী জানালেন, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের। আমরা কোনওরকম বিভেদ চাই না। একতা বেঁচে থাকলে দেশ শক্তিশালী হবে।

সোমবার বড়দিনের উৎসব সূচনা মঞ্চে উপস্থিত হয়ে গরিব মানুষকে সাহায্য ও পড়ুয়াদের শিক্ষাদানের ক্ষেত্রে খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সারা দেশে দরিদ্র পড়ুয়াদের শিক্ষাদানের ক্ষেত্রে খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকা অসামান্য। বিনামূল্যে দরিদ্র পড়ুয়াদের শিক্ষাদানের ব্যবস্থা করে খ্রিস্টান মিশনারীগুলি। তাদের এই সমাজসেবা নিঃসন্দেহে অনেক বড় একটি কৃতিত্ব।’ পাশাপাশি দেশে বাড়তে থাকা বিভাজন প্রসঙ্গে এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ধর্ম যার যার উৎসব সবার। একতা বেঁচে থাকলে শক্তিশালী হবে দেশ। ফলে এক হয়ে থাকতে হবে আমাদের। আমরা কোনওরকম বিভেদ চাই না। বিভেদ দেশকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। একতা সবকিছুকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।”

আরও পড়ুন:Abhishek Banerjee: জানুয়ারির প্রথম সপ্তাহেই ফের ত্রিপুরা সফরে অভিষেক

এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ওমিক্রন থেকে সতর্ক থাকতে হবে আমাদের। দেশজুড়ে ক্রমাগত এই ভাইরাসের প্রকোপ বেড়ে চলেছে। মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বিধি অবশ্যই আমাদের পালন করতে হবে।”

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version