Friday, November 7, 2025

“সিপিএম নো পাত্তা”, নিভু নিভু প্রদীপের মত পুরভোটে ২ আসনে টিকে রইল বাম

Date:

শুধু জয় নয়, বিরোধীদের কার্যত ধুলিস্যাৎ করে কলকাতা পুরসভা নির্বাচনে ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল(TMC)। যার মধ্যে বেশিরভাগ আসনেই ইতিমধ্যে জয়লাভ করেছে তারা। অন্যদিকে মাত্র দুটি আসন পেয়ে কোনওমতে মুখরক্ষা করেছে বাম। কলকাতা পুরসভার নিভু নিভু প্রদীপের মত বামকে টিকিয়ে রেখেছেন সিপিআইএম(CPIM) প্রার্থী নন্দিতা রায় ও সিপিআইয়ের(CPI) মধুছন্দা দেব। এদিকে ঘাসফুলের বিপুল জয় প্রসঙ্গে এদিন উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘বিজেপি ভোকাট্টা ও সিপিএম নো-পাত্তা।’

এদিন ভোট গণনা শুরু হতেই এক ধাক্কায় সবাইকে পেছনে ফেলে দিয়ে অর্ধেকের বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল। বেলা যত বাড়তে থাকে ফলাফল ততই পরিষ্কার হতে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় ১৩৪ টি আসনে এগিয়ে ধরেছে তৃণমূল। যার মধ্যে বেশিরভাগ আসনেই জয়লাভ করেছে তারা। পাশাপাশি বামফ্রন্ট ও কংগ্রেস পেয়েছে মাত্র দুটি করে আসন। ১১ নম্বর বোরোর ১০৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন সিপিআইএম প্রার্থী নন্দিতা রায়। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৯২ ভোটে জয়লাভ করেন তিনি। পাশাপাশি ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব জয়ী হয়েছেন ৩৪০০ ভোটে। ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে সিপিএমের সাফল্যের মুখ এই দুই জন‌।

আরও পড়ুন:লালবাড়ির লড়াইয়ে ধুয়ে-মুছে সাফ বিজেপি, মাত্র ৩ আসনে কোনওমতে মুখরক্ষা

অন্যদিকে এবারের পুরসভা নির্বাচনে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। পুরসভা ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন রুবিনা নাজ, এবং ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন পূর্বাশা নস্কর।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version