Thursday, August 21, 2025

DURGAPUJO: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা ইউনেস্কোর, স্বাগত জানিয়ে পথে নামল কলকাতা

Date:

আনন্দ-উৎসাহে ইউনেস্কোর স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পথে নামল কলকাতার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তা, শিল্পী থেকে শুরু করে আমজনতা। কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja of Kolkata) হেরিটেজ তকমা (Unesco Intangible Heritage list) দিয়েছে ইউনেস্কো (UNESCO)। সেই স্বীকৃতিকে উদযাপন করতে বুধবার পদযাত্রা হল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন রঙিন পোস্টার থেকে বেলুন, হাজির ছিল সবই। পুজোর আনন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাক-ঢোল বাজিয়ে বর্ণময় এই পদযাত্রা গা ভাসান সকলে।
পদযাত্রায় পা মেলান চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিষ কুমার, সৌরভ বসু, একাধিক শিল্পী, পুজো উদ্যোক্তা থেকে শুরু করে আমজনতা। ধর্মতলা্র মোড়ে ইউনেস্কোর স্বীকৃতিকে স্বাগত জানাতে অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়।মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের স্বীকৃতি এটি। দেবাশিষ কুমার বলেন, আমাদের পাশাপাশি সারা বিশ্বের বাঙালি এর জন্য গর্বিত।শিল্পী মিয়াজ বলেন, আমরা শুধুমাত্র গর্বিত নই, রীতিমতো আপ্লুত।
গত ১৫ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে আয়োজিত হবে UNESCO’র ১৬তম অধিবেশন। সেখানেই ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়। UNESCO’র তরফে জানানো হয় ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version