আনন্দ-উৎসাহে ইউনেস্কোর স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পথে নামল কলকাতার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তা, শিল্পী থেকে শুরু করে আমজনতা। কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja of Kolkata) হেরিটেজ তকমা (Unesco Intangible Heritage list) দিয়েছে ইউনেস্কো (UNESCO)।
পদযাত্রায় পা মেলান চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিষ কুমার, সৌরভ বসু, একাধিক শিল্পী, পুজো উদ্যোক্তা থেকে শুরু করে আমজনতা। ধর্মতলা্র মোড়ে ইউনেস্কোর স্বীকৃতিকে স্বাগত জানাতে অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৫ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে আয়োজিত হবে UNESCO’র ১৬তম অধিবেশন। সেখানেই ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়। UNESCO’র তরফে জানানো হয় ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে।
DURGAPUJO: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা ইউনেস্কোর, স্বাগত জানিয়ে পথে নামল কলকাতা
Date:
Share post: