Sunday, May 4, 2025

উত্তর-পশ্চিম ভারতের প্রবল শৈত্যপ্রবাহের জন্যই গাঙ্গেয় বঙ্গ কয়েকটা দিন জাঁকিয়ে শীত (Winter) উপভোগ করেছে। কনকনে ঠান্ডা বাংলায় (West Bengal)। কোনও জায়গার তাপমাত্রার পারদ এতটাই নীচে নেমেছে যে হাড়ে কাঁপুনিও ধরাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগের দিনের তুলনায় মঙ্গলবার কলকাতায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে যা ১১.২ ডিগ্রি, তাই ১১.৬ — মানুষের অনুভবে শীত রয়েছে একই চেহারায়। শীত এখন যেভাবে জাঁকিয়ে বিরাজ করছে, তা আরও কয়েকদিন থাকবে। তবে বড়দিনের সময় সর্বনিম্ন তাপমাত্রা একটু বেড়ে ১৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। আগামী কয়েকদিনের মধ্যে দার্জিলিং (Darjeeling) ও সিকিমে (Sikkim) হাল্কা বৃষ্টি হতে পারে। বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস (Ganesh Kumar Das) জানিয়েছেন, আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকবে। চলতি সপ্তাহ থেকেই রাতের পারদ চড়তে শুরু করবে, কারণ উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ায় খানিকটা বদল আসবে। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিমের শৈত্যপ্রবাহের ধার কমতে চলেছে। দিন চারেকের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়বে। দিন দুয়েক পর থেকে পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

আরও পড়ুন-জানুয়ারিতে স্কুল নয় প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য, সাফ জানাল শিক্ষা দফতর

আগামী কয়েকদিনের মধ্যে পর পর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে পশ্চিম হিমালয়ে। এমন পরিস্থিতিতে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ে। সেকারণেই ২৩ ডিসেম্বর থেকে উত্তর ভারতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে। এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও। আপাতত এ রাজ্যে তাপমাত্রা নতুন করে আর নীচে নামবে না। তবে ঝঞ্ঝা সরে গেলেই গতি পাবে উত্তুরে হাওয়া। ফলে ফের নামবে পারদ। আগামী কয়েকদিনের মধ্যে দার্জিলিং ও সিকিমে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সেখানে তুষারপাতের সম্ভাবনা নেই বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে (West Bengal) বুধবারও শীতের (Winter) দাপট চলে একাধিক জায়গায়। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে পাঁচ ও আট ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি। সোমবারের তুলনায় এ দিন শ্রীনিকেতন, পানাগড়, বর্ধমান, বসিরহাটে রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এ দিন ছিল ১১.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। কলকাতার উপকণ্ঠে সল্টলেক এবং দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১২.১ এবং ১২.২ ডিগ্রি।

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...
Exit mobile version