Wednesday, November 5, 2025

Festival: শীতের আমেজে সল্টলেক বিজে পার্কে শুরু ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব’

Date:

সল্টলেকের বিজে ব্লকে বৃহস্পতিবার শুরু হলো ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব ২০২১’। বিধাননগর পৌরনিগমের মুখ্য প্রশাসক কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে বিজে পার্কে এই উৎসবের শুভ সূচনা হয় । অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী , সোহিনী সরকার এবং বিধাননগর পৌরনিগমের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আগামী ২৫ শে ডিসেম্বর পর্যন্ত দুপুর ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছের প্রদর্শনী । এরই সঙ্গে বাড়তি পাওনা , প্রায় ১৪০ প্রজাতির পাখির সম্ভার ।

শীতের পড়ন্ত বেলায় বিজে পার্কে এলে এই তিন দিন শহরবাসী উপভোগ করতে পারবেন, গাছ পাখি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরশ।

মূল উদ্যোক্তা কৃষ্ণা চক্রবর্তী বলেন , দীর্ঘদিন ধরে আমরা কোভিডের জন্য একসঙ্গে শীতের আমেজ উপভোগ করতে পারিনি। সল্টলেকবাসীরা যাতে সেই আনন্দ উপভোগ করতে পারেন, সেই কারণে সমস্ত কোভিডবিধি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসবের সূচনা হলো। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলেন, আপনারা যারা উপস্থিত আছেন তারা নিজেরাই জানেন কেমন করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয় । তবু মানুষের জীবনে আনন্দ প্রয়োজন । তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাই। অভিনেত্রী সোহিনী সরকারের বক্তব্য , যেভাবে আমরা যথেচ্ছভাবে গাছ কাটছি তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে । এই উৎসবের মধ্য দিয়ে যদি সেই বিষয়ে কিছুটা হলেও আমরা সচেতন হই, তাহলে উৎসবের মাধুর্য অনেক বেড়ে যাবে।

আরও পড়ুন- CMC : কলকাতা কর্পোরেশনের  কাউন্সিলরদের শপথ শুক্রবার

এখানে এলে বিভিন্ন প্রজাতির পাখি যেমন আপনাদের মন ভরিয়ে দেবে, তেমনি জানতে পারবেন তাদের প্রকৃতি, তাদের খাদ্যাভ্যাস , তাদের বাঁচার ধরণ এবং স্বভাব সম্পর্কে । তাই শুধুমাত্র মনের আনন্দ উপভোগ করাই নয় ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব ২০২১’ শীতের আমেজে শহরবাসীর কাছে বাড়তি পাওনা।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version