Monday, August 11, 2025

বড়দিনের উৎসবে পার্কস্ট্রিটের পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর

Date:

Share post:

বড়দিনের উৎসবে ভিড়ের মধ্যে যাতে মহিলাদের প্রতি কোনরকম অশ্লীল ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে উৎসবের পার্কস্ট্রিটকে। নজরদারি ক্যামেরা তো বটেই আকাশ পথে চলবে ড্রোনের(Drone) নজরদারি। একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে থাকবে ‘স্পেশাল ২৫’।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র পার্কস্ট্রিটে(Park Street) একজন মহিলা ডিসি সহ মোট ৫ জন ডিসি নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ইভটিজার ধরতে মোতায়েন থাকবে মহিলা পুলিশের বিশেষ ২৫ জনের বাহিনী। পাশাপাশি নিরাপত্তায় থাকবে দেড় হাজার পুলিশ। ভিড়ের মধ্যে নজরদারির জন্য তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। নাইট ভিশন বাইনোকুলারের সাহায্যে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে পুলিশ। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। এছাড়া যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন থাকছে কুইক রেসপন্স টিম।

আরও পড়ুন: কংগ্রেসের জয়জয়কার, মরুরাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী বিজেপি

একইসঙ্গে জানা গিয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মার নেতৃত্বে গুন্ডা দমন শাখার বাছাই করা টিম পার্কস্ট্রিট সহ কলকাতা নাইট ক্লাব পাব ডিস্কোতে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবেন। ভিড়ের সুযোগ নিয়ে কেউ যাতে মহিলাদের শ্লীলতাহানি করতে না পারে তার জন্য উইনার্স ছাড়াও সাদা পোশাকের মহিলা পুলিশের সঙ্গে মিশে থাকবে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকছে পুলিশ পিকেট। বেপরোয়া বাইক চালকদের প্রতি নজরদারি চালাবে পুলিশ। অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে বড়দিনের উৎসব এবার পালিত হতে চলেছে শহর কলকাতায়। এর পাশাপাশি কেউ কোনো রকম সমস্যায় পড়লে পার্ক স্ট্রিটে পুলিশের তরফে খোলা হয়েছে সহায়তা বুথ।

spot_img

Related articles

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...

কমিশনের অভিযোগের তদন্ত শুরু রাজ্যের, নির্বাচনের কাজ থেকে অব্যাহতি ২ আধিকারিককে: জানালেন পন্থ

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। আপাতত...