Tuesday, May 6, 2025

হাওড়া পুরভোট নিয়ে জটিলতা কাটল। অবশেষে হাওড়া (Howrah) পুরসভা সংশোধনী বিল ২০২১-এ স্বাক্ষর করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্য নির্বাচন কলেন রামিশনের (Election Commission) তরফে দেওয়া হলফনামায় এ কথা জানানো হয়েছে। রাজ্যপাল স্বাক্ষর করায় বিলটি আইনে পরিণত হয়েছে। ফলে হাওড়ায় পুরসভার ভোট নিয়ে কোনও জটিলতা থাকল না। 22 জনুয়ারি হাওড়া পুরসভায় ভোট। 27 ফেব্রুয়ারি ভোট বালি পুরসভায়।

এলাকার উন্নয়নের স্বার্থে মাসকয়েক আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ১৩২ বছরের বালি পুরসভাকে হাওড়া থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয় হাওড়া পুরসভা সংশোধনী বিল ২০২১। হাওড়া পুরসভার পুনর্বিন্যাসের কথা রয়েছে ওই বিলে। সেটি রাজ্য সরকারের তরফে পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজ্যপাল বিলে সই না করায় সমস্যায় পড়ে রাজ্য নির্বাচন কমিশন। কারণ, কলকাতা এবং হাওড়া পুরভোট একসঙ্গে করার প্রস্তাব ছিল রাজ্য নির্বাচন কমিশনের। কিন্তু রাজ্যপালের স্বাক্ষর না হওয়ায় হাওড়া পুরভোট করানো যায়নি। ১৯ ডিসেম্বর কলকাতায় ভোট হয়। বাকি পুরসভাগুলির ভোট নিয়ে বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দেয় কমিশন। সেখানেই জানানো হয়, হাওড়া পুরসভা সংশোধনী বিল ২০২১-এ স্বাক্ষর করেছেন ধনকড়। ফলে আগামী দুটি পুরভোটের দিন হাওড়া ও বালি পুরসভার ভোট হবে বলে জানিয়েছে কমিশন।

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version