Thursday, August 21, 2025

হাওড়া পুরভোট নিয়ে জটিলতা কাটল। অবশেষে হাওড়া (Howrah) পুরসভা সংশোধনী বিল ২০২১-এ স্বাক্ষর করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্য নির্বাচন কলেন রামিশনের (Election Commission) তরফে দেওয়া হলফনামায় এ কথা জানানো হয়েছে। রাজ্যপাল স্বাক্ষর করায় বিলটি আইনে পরিণত হয়েছে। ফলে হাওড়ায় পুরসভার ভোট নিয়ে কোনও জটিলতা থাকল না। 22 জনুয়ারি হাওড়া পুরসভায় ভোট। 27 ফেব্রুয়ারি ভোট বালি পুরসভায়।

এলাকার উন্নয়নের স্বার্থে মাসকয়েক আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ১৩২ বছরের বালি পুরসভাকে হাওড়া থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয় হাওড়া পুরসভা সংশোধনী বিল ২০২১। হাওড়া পুরসভার পুনর্বিন্যাসের কথা রয়েছে ওই বিলে। সেটি রাজ্য সরকারের তরফে পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজ্যপাল বিলে সই না করায় সমস্যায় পড়ে রাজ্য নির্বাচন কমিশন। কারণ, কলকাতা এবং হাওড়া পুরভোট একসঙ্গে করার প্রস্তাব ছিল রাজ্য নির্বাচন কমিশনের। কিন্তু রাজ্যপালের স্বাক্ষর না হওয়ায় হাওড়া পুরভোট করানো যায়নি। ১৯ ডিসেম্বর কলকাতায় ভোট হয়। বাকি পুরসভাগুলির ভোট নিয়ে বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দেয় কমিশন। সেখানেই জানানো হয়, হাওড়া পুরসভা সংশোধনী বিল ২০২১-এ স্বাক্ষর করেছেন ধনকড়। ফলে আগামী দুটি পুরভোটের দিন হাওড়া ও বালি পুরসভার ভোট হবে বলে জানিয়েছে কমিশন।

 

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version