Thursday, January 29, 2026

Corporation Election: হাওড়া জটিলতার মাঝেই আগামী সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন

Date:

Share post:

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়াই কলকাতা পুরসভা ভোট (KMC Election) নির্বিঘ্নেই হয়েছে। এবার রাজ্যের বাকি পুরনিগমের ভোটের (Corporation Election) বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যেই রাজ্যের চার পুরনিগমের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আগামী সপ্তাহের শুরুতেই সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডাকতে চলেছে কমিশন। তারপরই বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগমের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। এর মধ্যে যদি হাওড়া পুরসভা (Howrah Corporation) নিয়ে জটিলতা কেটে যায়, সেক্ষেত্রে হাওড়ার জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে জারি হবে বলে কমিশন সূত্রে খবর।

২২ জানুয়ারি পুরনিগমগুলির ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গেও বৈঠকের তোড়জোড় শুরু করেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। ভোটের বিজ্ঞপ্তি জারির সঙ্গেই চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি এবং মনোনয়ন প্রক্রিয়ার কাজ।

রাজ্য নির্বাচন কমিশন থেকে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পুরসভার বুথের তালিকা তৈরি করতে নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২৭ ডিসেম্বরের মধ্যে বুথের খসড়া তালিকা প্রকাশ করতে হবে। সেই বুথের তালিকা নিয়ে কোনও রাজনৈতিক দল বা কোনও ব্যক্তির যদি আপত্তি থাকে, তাহলে ২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। সেই আপত্তি ও পরামর্শের নিষ্পত্তি করে ৫ জানুয়ারির মধ্যেই বুথের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। কোভিড বিধি মেনে ভোট করাবে কমিশন। সে কথা মাথায় রেখেই বুথের তালিকা তৈরি করার জন্য পুর নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছে।

এদিকে চারটি পুরসভার জন্য কমপক্ষে ৫ হাজার ইভিএম লাগবে। কমিশনের হাতে এখন ১৫ হাজার ইভিএম রয়েছে। সেক্ষেত্রে ইভিএম সমস্যা হবে না। অন্যদিকে, একান্তই হাওড়া পুরনিগমের জটিলতা না কাটলে দ্বিতীয় দফার ১০৯টি পুরসভার ভোটের সঙ্গেই হাওড়া পুরনিগমের ভোট করানোর জন্য চিন্তাভাবনা করছে কমিশন। দ্বিতীয় দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে ৩ ফেব্রুয়ারি।

আরও পড়ুন- মুকুল বিজেপিতেই আছেন: শুনানিতে বিধানসভার অধ্যক্ষকে জানালেন তাঁর আইনজীবী

 

 

spot_img

Related articles

মুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির 

ইমপার (eastern India motion pictures association) অফিসে আয়োজিত স্ক্রিনিং কমিটির মিটিংয়ে খোশ মেজাজে গোটা টলিউড (Tollywood)। বুধবারের ছবিটা...

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...