Thursday, November 13, 2025

Talk to Mayor: “নমস্কার ববি হাকিম বলছি”, নতুন বছরের শুরুতেই শুরু “টক টু মেয়র”

Date:

মেয়র (Mayor) হিসেবে কলকাতা পুরসভার (KMC) দায়িত্ব নেওয়ার পরই নাগরিক পরিষেবায় ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নিজেদের অভাব-অভিযোগ, অসুবিধা-সুবিধা, সমস্যার কথা জানার ও তৎক্ষণাৎ সমাধানের জন্য “Talk to Mayor” পরিষেবা চালু করেছিলেন ফিরহাদ। যেখানে কলকাতার বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার মানুষ সরাসরি মেয়রের সঙ্গে কথা বলে উপকৃত হয়েছিলেন। এরপর পুর প্রশাসক হিসাবে “Talk to KMC” চালু করেছিলেন তিনি। অর্থাৎ নাগরিক পরিষেবায় কোনওরকম ফাঁকফোকর রাখেননি ফিরহাদ হাকিম। পুর পরিষেবার উপর নাগরিকদের আস্থা বাড়াতে কলকাতা পুরসভায় চালু হ ‘‘টক টু মেয়র’’ বা টক “টু কেএমসি” (Talk to KMC) যথেষ্ট সাফল্য পেয়েছে। এই কর্মসূচির হাত ধরে মেয়র ফিরহাদ হাকিমের জনপ্রিয়তাও বেড়ে যায়। যা তাঁর আগের মেয়র স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

ফের একবার কলকাতা পুরসভার মেয়র হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি ফিরহাদ হাকিম। এবার দ্বিতীয় দফায় মেয়র হতে চলেছেন ফিরহাদ। তিনি জানিয়ে দিলেন, একইভাবে চালু থাকবে ‘’টক টু মেয়র’’। আগে প্রতি শনিবার দুপুরে এই কর্মসূচি হতো। সেই অনুযায়ী আগামী ১ জানুয়ারি অষ্টম পুরবোর্ড গঠনের পর প্রথম শনিবার পড়ছে। কিন্তু ওই দিন সরকারি ছুটি থাকায় সেই অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। ফলে অনেকে মনে করছেন, আগামী বছর, ৮ জানুয়ারি, শনিবার থেকে এই অনুষ্ঠান ফের শুরু হতে পারে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ফের নাগরিক পরিষেবায় সমস্যা সমাধানের জন্য শোনা যাবে “নমস্কার ববি হাকিম বলছি…!”

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version