Monday, August 25, 2025

হাওড়ার ৬৬ ওয়ার্ডে নির্বাচন হোক, ইঙ্গিতপূর্ণ টুইট রাজ্যপাল ধনকড়ের

Date:

রাজ্যপালের(governor) গোঁড়ামিতে আটকে রয়েছে হাওড়া বালি পুরসভার সংক্রান্ত বিল। যদিও তারই মাঝে কিছুটা ইঙ্গিতপূর্ণ টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। ২০১৫ সালের মতো রাজ্য নির্বাচন কমিশন(Election commission) ৬৬ ওয়ার্ডের নির্বাচনের জন্য হাওড়া পুরসভা নির্বাচন করতে পারে। সম্প্রতি টুইট করে এমনটাই জানালেন রাজ্যপাল। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন হাওড়া পুরসভা সংশোধনী সংক্রান্ত বিল এখনো অনুমোদন করেননি তিনি। বালি পুরসভার জন্য পৃথক ভাবে তার কাছে কোনো প্রস্তাব আসেনি রাজ্যের তরফে।

উল্লেখ্য, সোমবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বাকি জায়গা গুলির পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এরমধ্যে মূলত চারটি পুরো ভোট নিয়ে আলোচনা করতে চায় কমিশন। এমন পরিস্থিতির মাঝেই রাজ্যপালের এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার বৈঠক শেষে চারটি পৌরসভা ভোট নিয়ে সাংবাদিক বৈঠক করবে কমিশন। তার আগে রাজ্যপাল হাওড়া পুরসভার ৬৬ ওয়ার্ডে ভোট করার বিষয়ে সংকেত দিলেন।

আরও পড়ুন:অতীত ভুলে এক ছাতার তলায় একত্রে কাজ করতে গুরুংকে আহ্বান তামাংয়ের

পাশাপাশি আরো একটি টুইটে হাওড়া বালি পুরসভা সংক্রান্ত বিলের ক্ষেত্রে নিজের অনড় মনোভাব স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটারে তিনি লেখেন, “রাজ্যপাল হাওড়া পুরনিগম সংশোধনী বিলে সই করেছেন বলে যে খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ঠিক নয়৷ সংবিধানের ২০০ ধারা অনুযায়ী এই বিলটি বিবেচনাধীন রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে যে তথ্যগুলি চাওয়া হয়েছিল, তা এখনও পাওয়া যায়নি৷’

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version