অন্য রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরে যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) যতই মিথ্যে উন্নয়নের ঢাক পেটান না কেন, আসল সত্যিটা বেরিয়ে আসছে ক্রমশ। আগামী বছর উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বিধানসভা নির্বাচন তার আগে এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যে রিপোর্ট নীতি আয়োগের(niti aayog) তরফে যে প্রকাশ্যে এলো তাতে মুখ পুড়ল আদিত্যনাথের। প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে স্বাস্থ্য পরিষেবায়(health service) সবচেয়ে খারাপ রাজ্যের নাম উত্তর প্রদেশ। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই রাজ্যেরই বারাণসী কেন্দ্রের সাংসদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

সম্প্রতি নীতি আয়োগের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে নাগরিক স্বাস্থ্য পরিষেবায় দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাম শাসিত কেরল। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণের আরো দুই রাজ্য তামিলনাড়ু ও তেলেঙ্গানা। অন্যদিকে স্বাস্থ্য ক্ষেত্রে সার্বিক পারফরমেন্সের মাপকাঠিতে বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে নিচে স্থান নিয়েছে উত্তর প্রদেশ। ২০১৯-২০ অর্থবর্ষে ভিত্তিতে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। বিশ্বব্যাংকের প্রযুক্তিগত সাহায্য নিয়ে কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে একযোগে এই রিপোর্ট বানিয়েছে নীতি আয়োগ।
