আলোয় ভাসছে পুরো চত্বর। উষা উত্থুপের গান, বেহালার সুর আর পুরনো দিনে ফিরে যাওয়া। রীতিমতো নস্টালজিক এক সন্ধ্যা। সোমবার পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে এইভাবেই ক্রিসমাস উৎসব পালন করল কলকাতা পুলিশ।
‘ক্রিসমাস সেলিব্রেশন উইথ কলকাতা পুলিশ’ শীর্ষক অনুষ্ঠানে পুরনো স্মৃতির ভিড়ে হারিয়ে গিয়ে আবেগে ভাসলেন নগরপাল সৌমেন মিত্র।
একদিকে নগরপাল যখন আবেগতাড়িত , তখন মৃদু আলোয় বেহালার সুরের মূর্ছনা শ্রোতাদের মন কেড়ে নেয়। ভায়োলিন ব্রাদার্স দেবশঙ্কর এবং জ্যোতিশঙ্কর রায়ের উপস্থাপনা বারে বারে মনে করিয়ে দিচ্ছিল পুরনো পার্ক স্ট্রিটকে।