Thursday, August 21, 2025

যৌন হেনস্থা ঠেকাতে মেয়েদের জন্যেই বিতর্কিত দাওয়াই: JNU-র সার্কুলার ঘিরে তীব্র সমালোচনা

Date:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) বিতর্কিত সার্কুলার ঘিরে তীব্র সমালোচনা সব মহলে। যৌন হয়রানি (Sexual Harassment) বিষয়ে ১৭ জানুয়ারি একটি কাউন্সিলিংয়ের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তার জন্য ওয়েবসাইটে একটি আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। সেটা ঘিরেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সেই সার্কুলারে (circular) বলা হয়েছে, যৌন হেনস্থা রুখতে মেয়েদেরই জানা উচিৎ কোথায় থামতে হয়। পুরুষ ও নারীর বন্ধুত্বের মধ্যে সীমারেখা টানতে হয়।

এই ভাষা নিয়ে পড়ুয়া থেকে শিক্ষকমহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রশ্ন, এই ধরনের অধিবেশনে কী বার্তা দেওয়া হবে। বিজ্ঞপ্তি থেকেই স্পষ্ট, যে এই জাতীয় অধিবেশনে যৌন হয়রানির দায় ছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হবে।

ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়েশা কিদওয়াই বলেন, এই আমন্ত্রণ থেকেই  স্পষ্ট কেন মেয়েরা যৌন হয়রানির অভিযোগ নিয়ে আইসিসির কাছে আসতে চান না। কারণ, তাঁরা নিজেরাই দোষী সাব্যস্ত হবেন বলে ভয় পান।

বিশেষজ্ঞ মহলের মতে, ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি জানে কীভাবে হয়রানি রুখে দেওয়া যায়। সেই কারণে তাদের নতুন করে কিছু জানার নেই। বরং ছেলেদেরই এ বিষয়ে জানাতে হবে। তবে বিতর্ক উঠেছে এই ধরনের হয়রানির ক্ষেত্রে যদি এভাবে লিঙ্গবৈষম্যকে সার্কুলারে প্রাধান্য দেওয়া হয়, তাহলে অধিবেশনে কী পাঠ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ!

আরও পড়ুন- ফোন করে সৌরভে খোঁজ নিলেন মুখ‍্যমন্ত্রী, মেসেজ করলেন বিগ বি

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version