Saturday, August 23, 2025

India Team: ভারতের জয়ের জন‍্য দরকার ৬ উইকেট, ২১১ রানে পিছিয়ে প্রোটিয়ারা

Date:

ভারতীয় বোলারদের দাপটে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল। ভারতের জয়ের জন‍্য দরকার ৬ উইকেট। ২১১ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়নে শেষবেলায় শামি-সিরাজরা যখন দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছেন, তখন সোশ্যাল মিডিয়া উত্তাল বিরাট কোহলিকে নিয়ে! বিষয়বস্তু খুব পরিচিত। ভারত অধিনায়কের অধুনা অফস্ট্যাম্প-প্রীতি। আরও একটা দিন। আরও একটা ইনিংস। আর আরও একটা অফ স্ট্যাম্পের বাইরের বলে একইভাবে উইকেট দিয়ে এলেন ভিকে। শুধু এবারের উইকেটটা তিনি দিলেন বাঁ হাতি জেনসেনকে। দুই ইনিংসেই যিনি চমৎকার জায়গায় বল রেখে গেলেন। বলা হয়নি, ২০২১-এও বিরাটের ব্যাটে সেঞ্চুরি এল না! ঠিক আগের বছরের মতো। শেষ সেঞ্চুরি ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে, ২০১৯-এ। এদিন ৩২ বলে ১৮ রান করে কিং কোহলি ফিরে যেতেই টুইটারে শুরু হয়ে যায় কোহলি-চর্চা। কেউ লিখলেন, এটা আর কিছুই না, বিরাট ও অফ স্ট্যাম্পের লভ স্টোরি। আরেকজন চূড়ান্ত অফ ফর্মে থাকা পুজারাকে টেনে এনে মন্তব্য করলেন, বিরাট আর পুজারা দু’জনেই এখন এক! আরেকজন আবার মনে করিয়ে দিলেন, বল অফ স্ট্যাম্পের বাইরে যাচ্ছে, সঙ্গে কোহলির উইকেটও। নিজের দিনে এমন চর্চা বিরাট ব্যাটেই উড়িয়ে দিতেন। কিন্তু সময় বড় কঠিন ও নির্মম।

দিনের শেষে ১-০ এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের। দক্ষিণ আফ্রিকা চার উইকেটে ৯৪। জিততে হলে চাই আরও ২১১ রান। যেটা বেশ কঠিন দেখাচ্ছে। বরং কিন্তু এসব আলোচনা আসতই না, যদি না তৃতীয় দিনের মতো আরও একটা ব্যাটিং ভরাডুবি হত ভারতের। রাবাডা ও জেনসেনের ধাক্কায় ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৭৪ রানে। দু’জনেরই চার উইকেট। তার থেকেও বড় কথা হল ভারতের  ইনিংসে সর্বোচ্চ রান ৩৪, ঋষভ পন্থের। বাকিরা শুধু উইকেট ছুঁড়ে দেওয়ার প্রদর্শনী করে গিয়েছেন। কত সহজে উইকেট দিয়ে যাওয়া যায়, তার যেন প্রতিযোগিতা দেখল সুপার স্পোর্ট পার্ক!
এই মাঠে বলা হয় খেলা যত গড়ায়, ততই উইকেটের গতি বাডে। তাই বোধহয় তৃতীয় দিনে শামি আগুনে বোলিং করার পর বুধবারটা ছিল রাবাডা ও জেনসেনের। তবে দুই ফাস্ট বোলার যত না ভাল বল করলেন, তার থেকেও বেশি উইকেট দিয়ে এলেন রাহুল, রাহানে, পুজারারা। রাহুল সেট হয়ে গিয়েও এনগিডিকে নিজের উইকেট দিয়ে এলেন। রাহানের জেনসেনকে পুল মারতে যাওয়ার দরকারই ছিল না। পুজারা একবার জীবন পেয়েও ১৬ রানের বেশি যেতে পারেননি। অধিনায়কের ব্যাপারটা আগেই বলা।

জেতার জন্য ৩০৫ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৩৪ রানের মধ্যে মার্করাম আর পিটারসেনকে হারিয়ে তারা চাপে পড়ে গিয়েছিল। তবে অধিনায়ক এলগার আর ভ্যান ডার ডুসেন মিলে পরিস্থিতি কিছুটা সামাল দেন। এলগার ৫২ ব্যাটিং। আপরাতত তিনি ভরসা। শেষবেলায় বুমরা দুই উইকেট নিয়ে প্রতিরোধ ভেঙে দেন। বাকি দুটি উইকেট শামি ও সিরাজের।

আরও পড়ুন:Atk Mohunbagan: এফসি গোয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় বাগান ব্রিগেডের

Related articles

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...
Exit mobile version