গোটা পৃথিবী জুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন(omicron) দাপট দেখাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিদেশ সফরের ঝুঁকি নিতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যার জেরেই ২০২২ সালে মোদির প্রথম বিদেশ সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। জানুয়ারির প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানা গিয়েছে, আগামী ৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। কিন্তু যেভাবে বিশ্বজুড়ে করোনার নয়া স্ট্রেনের দাপট বাড়ছে তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। সেকারণে আপাতত স্থগিত রাখা হচ্ছে মোদির বিদেশ সফর। পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমিরশাহী সফরে যেতে পারেন মোদি। প্রসঙ্গত, করোনারকালে প্রায় ২ বছর বিদেশযাত্রা থেকে বিরত ছিলেন প্রধানমন্ত্রী। তারপর কয়েকবার বিদেশে গিয়েছেন মোদি।
আরও পড়ুন:নাগাল্যান্ড গুলিকাণ্ডে সেনা জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি পেল SIT
কিন্তু এবার যেভাবে গোটা বিশ্বে অমিক্রণ দাপট দেখাতে শুরু করেছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মত বহু দেশ লকডাউনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে।আমিরশাহীতে পরিস্থিতি এতটা ভয়াবহ না হলেও সেদেশে করোনা আক্রান্তের হওয়ার সংখ্যা বাড়ছে। মঙ্গলবার আমিরশাহীতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিদেশযাত্রীদের জন্য নিয়মেও কড়াকড়ি করেছে আমিরশাহী।