Thursday, May 8, 2025

বর্ষশেষের আগেও উপত্যকায় জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী।বুধবার জোড়া এনকাউন্টারে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা । জম্মু-কাশ্মীরের কুলগাম ও অনন্তনাগ জেলায় পুলিশী এনকাউন্টার নিকেশ করা হয় ৬ জঙ্গিকে। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:Puri: করোনা সংক্রমণের রাশ টানতে তিনদিন বন্ধ থাকছে পুরীর জগন্নাথ মন্দির

বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, অনন্তনাগ ও কুলগাম জেলায় দুটি ভিন্ন এনকাউন্টারে মোট ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। জানা গিয়েছে, ওই ছয়জন জঙ্গিই জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammod) জঙ্গিগোষ্ঠীর সদস্য। এদের মধ্যে দুইজন আবার পাকিস্তানি নাগরিক।

পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে অনন্তনাগের নাওগাম এলাকায় অভিযান চালায় নিরাপত্তারক্ষী ও জম্মু পুলিশ। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।শুরু হয় গুলির সংঘর্ষ। এতেই মোট তিন জঙ্গিকে নিকেশ করা হয়। গুলির লড়াইয়ে আহত হন এক পুলিশকর্মীও। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

অনন্তনাগে কয়েক ঘণ্টা গুলির লড়াই চলার পরই কুলগাম জেলাতের মিরহামা গ্রামে জঙ্গি উপস্থিতির খবর মিলতেই শুরু হয় এনকাউন্টার।যৌথবাহিনার উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জঙ্গিরা। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর নিকেশ করা হয় দুই জঙ্গিকে। যদিও বৃহস্পতিবার সকালে পুলিশের তরফে টুইট বার্তায় লেখা হয়, কুলগাম ও অনন্তনাগের জোড়া এনকাউন্টারে মোট ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে...
Exit mobile version