Wednesday, November 5, 2025

Bidhannagar Corporation Election: জোট হলে কংগ্রেসকে তিনটির বেশি আসন ছাড়বে না বামেরা

Date:

আগামী ২২ জানুয়ারি বিধাননগর পুরনিগমের ভোট (Bidhannagar Corporation Election)। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। খুব স্বাভাবিকভাবেই অন্যান্য দলের মত প্রার্থী তালিকা প্রকাশের তৎপরতা শুরু হয়েছে বামেদেরও (Left front)। ইতিমধ্যেই অশোক ভট্টাচার্যকে মুখ করে ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরনিগমের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে বেশ কয়েকটি আসন। শেষ পর্যন্ত সমঝোতায় আসা না গেলে বাকি ওয়ার্ডগুলোতেও প্রার্থী ঘোষণা করবে বামেরা।

আরও পড়ুন:Covid: আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে, এমআর বাঙ্গুর হাসপাতালে কোভিড চিকিৎসা হবে

এদিকে আগামিকাল, শুক্রবার কলকাতার উপকণ্ঠে বিধাননগর পুরনিগমের প্রার্থী তালিকা ঘোষণা করবে বামেরা। তার আগে আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক রয়েছে বামেদের। সূত্রের খবর, ৪১ আসনের বিধাননগর কর্পোরেশনের ৩৮টি ওয়ার্ডে প্রার্থী তালিকা মোটামুটি চরিত্র। জোট বার্তা দিয়ে কংগ্রেসকে ছাড়া হবে মাত্র তিনটি আসন। আর তাতে যদি কংগ্রেস রাজি না হয় সেক্ষেত্রে কলকাতা পুরভোটের মতোই ‘একলা চলো নীতি’ নেবে বামফ্রন্ট। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সূত্রে খবর শিলিগুড়িতে বামেদের সঙ্গে সমঝোতার রাস্তায় গেলেও বিধাননগর পুরনিগমের বামেদের শর্তে রাজি নয় তারা। সেক্ষেত্রে আরও বেশি আসন না দিলে সব ওয়ার্ডেই প্রার্থী দেবে কংগ্রেস। আজ বৃহস্পতিবারও কংগ্রেস নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছে।

এদিকে নিজেদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভার জন্য সব ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। শিলিগুড়ি পুরনিগমের ভোটে এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন বাকি তিন পুরসভা ভোটের জন্য তাঁদের প্রার্থী তালিকা চূড়ান্ত। যে কোনও সময়ে তা ঘোষণা করা হবে। কলকাতার উপকণ্ঠে বিধাননগর ও চন্দননগর পুরভোটে বিশেষ কিছু করতে পারবে না বিজেপি। সেটা জেনেই গেরুয়া শিবির শিলিগুড়ি এবং আসানসোলের দিকেই বেশি করে নজর দিচ্ছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version