Saturday, November 8, 2025

Bidhannagar Corporation Election: জোট হলে কংগ্রেসকে তিনটির বেশি আসন ছাড়বে না বামেরা

Date:

আগামী ২২ জানুয়ারি বিধাননগর পুরনিগমের ভোট (Bidhannagar Corporation Election)। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। খুব স্বাভাবিকভাবেই অন্যান্য দলের মত প্রার্থী তালিকা প্রকাশের তৎপরতা শুরু হয়েছে বামেদেরও (Left front)। ইতিমধ্যেই অশোক ভট্টাচার্যকে মুখ করে ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরনিগমের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে বেশ কয়েকটি আসন। শেষ পর্যন্ত সমঝোতায় আসা না গেলে বাকি ওয়ার্ডগুলোতেও প্রার্থী ঘোষণা করবে বামেরা।

আরও পড়ুন:Covid: আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে, এমআর বাঙ্গুর হাসপাতালে কোভিড চিকিৎসা হবে

এদিকে আগামিকাল, শুক্রবার কলকাতার উপকণ্ঠে বিধাননগর পুরনিগমের প্রার্থী তালিকা ঘোষণা করবে বামেরা। তার আগে আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক রয়েছে বামেদের। সূত্রের খবর, ৪১ আসনের বিধাননগর কর্পোরেশনের ৩৮টি ওয়ার্ডে প্রার্থী তালিকা মোটামুটি চরিত্র। জোট বার্তা দিয়ে কংগ্রেসকে ছাড়া হবে মাত্র তিনটি আসন। আর তাতে যদি কংগ্রেস রাজি না হয় সেক্ষেত্রে কলকাতা পুরভোটের মতোই ‘একলা চলো নীতি’ নেবে বামফ্রন্ট। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সূত্রে খবর শিলিগুড়িতে বামেদের সঙ্গে সমঝোতার রাস্তায় গেলেও বিধাননগর পুরনিগমের বামেদের শর্তে রাজি নয় তারা। সেক্ষেত্রে আরও বেশি আসন না দিলে সব ওয়ার্ডেই প্রার্থী দেবে কংগ্রেস। আজ বৃহস্পতিবারও কংগ্রেস নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছে।

এদিকে নিজেদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভার জন্য সব ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। শিলিগুড়ি পুরনিগমের ভোটে এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন বাকি তিন পুরসভা ভোটের জন্য তাঁদের প্রার্থী তালিকা চূড়ান্ত। যে কোনও সময়ে তা ঘোষণা করা হবে। কলকাতার উপকণ্ঠে বিধাননগর ও চন্দননগর পুরভোটে বিশেষ কিছু করতে পারবে না বিজেপি। সেটা জেনেই গেরুয়া শিবির শিলিগুড়ি এবং আসানসোলের দিকেই বেশি করে নজর দিচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version