Thursday, August 28, 2025

বন্দি নিখোঁজ মামলায় জেলসুপারকে নথি ও সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ আদালতের

Date:

প্রেসিডেন্সি জেলের বন্দি নিখোঁজ মামলায় জেলসুপারের রিপোর্টে ক্ষুব্ধ আদালত। বন্দি নিখোঁজের ঘটনায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে অভিযোগ দায়ের করেছে বন্দির পরিবার। সেই মামলায় আদালতের তোপের মুখে পড়েন জেল সুপার ।অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। ৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জেল সুপারকে সমস্ত নথি সহ ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, বেআইনি মদ বিক্রি করার অভিযোগে বাগনান থানা এলাকা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উলুবেড়িয়া আদালত পঞ্চাশোর্দ্ধ রঞ্জিত ভৌমিককে জেল হেফাজতের নির্দেশ দেয়। শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্তকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। ২১ ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিন মঞ্জুর করে। পরবর্তী দিন রঞ্জিত ভৌমিককে জেল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তার পরিবার হাজির হয়। কিন্তু পরিজনদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তাদের জানানো হয় ২১ ডিসেম্বর বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- নির্দিষ্ট সময়েই হবে উত্তর প্রদেশ নির্বাচন, ওমিক্রন উদ্বেগ উড়িয়ে ঘোষণা কমিশনের
এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। প্রশ্ন ওঠে প্রয়োজনীয় নথিপত্র ছাড়া একজন বন্দিকে কীভাবে জেল কর্তৃপক্ষ ছেড়ে দিল ? তারপর আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন রঞ্জিত ভৌমিকের পরিবার। বন্দি নিখোঁজের ঘটনায় এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার পরিবার। সেই মামলাতেই জেল কর্তৃপক্ষের গাফিলতির কারনে বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছেন।জেল সুপার দেবাশিস চক্রবর্তী জানান,বিষয়টি যেহেতু মহামান্য আদালতের বিচারাধীন তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version