Sunday, November 9, 2025

বন্দি নিখোঁজ মামলায় জেলসুপারকে নথি ও সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ আদালতের

Date:

প্রেসিডেন্সি জেলের বন্দি নিখোঁজ মামলায় জেলসুপারের রিপোর্টে ক্ষুব্ধ আদালত। বন্দি নিখোঁজের ঘটনায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে অভিযোগ দায়ের করেছে বন্দির পরিবার। সেই মামলায় আদালতের তোপের মুখে পড়েন জেল সুপার ।অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। ৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জেল সুপারকে সমস্ত নথি সহ ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, বেআইনি মদ বিক্রি করার অভিযোগে বাগনান থানা এলাকা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উলুবেড়িয়া আদালত পঞ্চাশোর্দ্ধ রঞ্জিত ভৌমিককে জেল হেফাজতের নির্দেশ দেয়। শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্তকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। ২১ ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিন মঞ্জুর করে। পরবর্তী দিন রঞ্জিত ভৌমিককে জেল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তার পরিবার হাজির হয়। কিন্তু পরিজনদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তাদের জানানো হয় ২১ ডিসেম্বর বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- নির্দিষ্ট সময়েই হবে উত্তর প্রদেশ নির্বাচন, ওমিক্রন উদ্বেগ উড়িয়ে ঘোষণা কমিশনের
এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। প্রশ্ন ওঠে প্রয়োজনীয় নথিপত্র ছাড়া একজন বন্দিকে কীভাবে জেল কর্তৃপক্ষ ছেড়ে দিল ? তারপর আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন রঞ্জিত ভৌমিকের পরিবার। বন্দি নিখোঁজের ঘটনায় এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার পরিবার। সেই মামলাতেই জেল কর্তৃপক্ষের গাফিলতির কারনে বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছেন।জেল সুপার দেবাশিস চক্রবর্তী জানান,বিষয়টি যেহেতু মহামান্য আদালতের বিচারাধীন তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version