Sunday, May 4, 2025

চন্দননগর পুরনিগমের ভোটের দামামা আগেই বেজে গিয়েছে। বৃহস্পতিবার, এই পুরনিগমের ৩৩ টি আসনের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এরপরেই তৎপরতা শুরু দলের অন্দরে। শুক্রবার, সকাল থেকেই শুরু হয়েছে দেওয়াল লেখা। নবীন ও প্রবীণের সমন্বয়ে এবার চন্দননগর (Chandannagar) পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসকদল। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। বেশকিছু প্রাক্তন কাউন্সিলরের ওয়ার্ড বদল হয়েছে এবার। উন্নয়নকে প্রধান হাতিয়ার করেই চন্দননগর পুরনিগমের ভোটে বিরোধীদের মাত করতে প্রস্তুত তৃণমূল (Tmc) শিবির।

দিন ঘোষণার পরেই চন্দননগরে জোরকদমে দেওয়াল লেখার মধ্য দিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। বিদায়ী ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে ১৩ নম্বর ওয়ার্ডের (Ward) তৃণমূল প্রার্থী শুভজিৎ সাউ বলেন, চন্দননগর পুরনিগম সব সময় মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। প্রত্যেক ওয়ার্ডে জল সমস্যা মেটাতে টিউবওয়েল বসানো হয়েছে। রাস্তাঘাটেরও উন্নতি করা হয়েছে। এছাড়াও এক বিশাল জল প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী বছরেই উদ্বোধন করা হবে যাতে আগামী ৫০ বছর মানুষের পানীয় জল নিয়ে আর কোনো সমস্যা না হয়।

আরও পড়ুন- Tiger: কুলতলির পরে গোসাবা, ফের বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক

চন্দননগরের পর্যটন প্রসঙ্গ শুভজিৎ বলেন, যেহেতু চন্দননগরের বিধায়ক রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন তাই চন্দননগরের পর্যটনকেও আরও ঢেলে সাজানো হয়েছে। তৈরি হয়েছে অতিথি নিবাস। এছাড়াও গঙ্গার উপর ভাসমান ‘জলশ্রী’ বা ভাসমান রেস্টুরেন্ট পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। তৃণমূল নেতৃত্বের দাবি, এবার বিরোধী-শূন্য করে চন্দননগর পুরনিগমের সব আসনে জয় এখন শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version