Thursday, November 13, 2025

এমপি কাপে টাইব্রেকারে জয়ী বজবজ, অভিষেকের উপস্থিতিতে চোখ ধাঁধানো সমাপ্তি অনুষ্ঠান

Date:

বিশ্বমানের উদ্বোধন। বিশ্বমানের সমাপ্তি অনুষ্ঠান। এমপি কাপকে ঘিরে এন্টারটেনমেন্টের চূড়ান্ত পরিণতি দেখা গেল বাটা স্টেডিয়ামে। মানুষের উল্লাস-উচ্ছ্বাস, খেলার আনন্দ এবং সর্বোপরি অত্যাধুনিক ব্যবস্থাপনায় এমপি কাপ দাগ কেটে গেল মানুষের মনে। সৌজন্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধ্যায় কানায় কানায় ভর্তি ছিল বাটা স্টেডিয়াম। রেডিও জকির সঞ্চালনা, এমপি কাপের থিম সং গাওয়া পুনম চক্রবর্তীর পারফরম্যান্স, শানের গান আর ব্যাড সালসার অনুষ্ঠান তাতিয়ে দিয়েছিল দর্শককে। খেলাও হল চূড়ান্ত পেশাদার ভঙ্গিতে। আকর্ষণ ছিল দুই তারকা বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহার দ্বৈরথ। ডায়মন্ড হারবার দলকে নেতৃত্ব দেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং। বজবজের নেতৃত্বে ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক আলভিটো। সমানে সমানে লড়াই। নির্ধারিত সময়ে ড্র হওয়ার পর ডায়মন্ড হারবারকে হারিয়ে টাইব্রেকারে ৫-৩ গোলে চ্যাম্পিয়ন বজবজ। সাংসদ অভিষেক ও বিধায়ক অশোক দেব তুলে দিলেন ট্রফি।

তিন সপ্তাহ ধরে উন্নত পরিকাঠামোয় আয়োজিত হল এমপি কাপ প্রতিযোগিতা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৭ সালে শুরু হয়েছিল এমপি কাপ। কিন্তু ডায়মন্ড হারবার সাংসদের ঐকান্তিক প্রচেষ্টায় এ বছর টুর্নামেন্টের আয়োজনে ছিল পেশাদারিত্ব আর আন্তর্জাতিকতার ছোঁয়া। সব যেন স্ক্রিপ্ট করা রিমোটে চলছে। যার সঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টের তুলনা টানা যায়। ফুটবলের সার্বিক উন্নতির লক্ষ্যে জেলায় কোনও টুর্নামেন্ট যে এভাবে আয়োজন করা যায়, সেটা অভিষেকের ডায়মন্ড হারবার এমপি কাপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

শুধু তাই নয়, ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে খেলোয়াড় তুলে আনার যে উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ, তার ভূয়সী প্রশংসা করেছেন বাইচুং ভুটিয়া, মানস ভট্টাচার্যের মতো প্রাক্তনরা। বাইচুং বলেন, এমপি কাপ খেলে ডায়মন্ড হারবারের ছেলেরা একটা প্ল্যাটফর্ম পেল নিজেদের প্রতিভা দেখানোর। পরিশ্রম করলে আগামী দিনে কলকাতার ক্লাবে খেলার সুযোগও পেতে পারে। মানসের কথায়, সাংসদ অভিষেক এলাকার তরুণ খেলোয়াড় তুলে আনার যে উদ্যোগ নিয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

আরও পড়ুন- Howrah Corporation Bill: হাওড়া বিল নিয়ে এবার অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version