Friday, August 22, 2025

India Team: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৫ রান প্রোটিয়াদের, ১৬৭ রানে এগিয়ে ভারতীয় দল

Date:

ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৫ রান প্রোটিয়াদের, ১৬৭ রানে এগিয়ে ভারতীয় দল( India Team)।

সেঞ্চুরিয়ন, মানে আফ্রিকানদের অঘোষিত দুর্গে ধুন্ধুমার অভিযান চালিয়ে বিরাট কোহলিরা শুধু ১-০ করে ফেলেননি, অফ্রিকানদের গোপন গর্বে ঘা পর্যন্ত দিয়ে ফেলেছেন। সুতরাং ওয়ান্ডারার্সে এরকম সবুজ উইকেট প্রত্যাশিতই ছিল। কিন্তু যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত, সেটা হল টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলের এমন ভয়ঙ্কর ব্যাটিং ভরাডুবি। তাও প্রথম টেস্ট ১১৩ রানে জেতার পর। ৬৩.১ ওভারে গুটিয়ে গেল ভারত। বোর্ডে ২০২। প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা এক উইকেটে ৩৫। আউট হয়েছেন মার্করাম। তাঁর রান সংখ্যা ৭। প্রোটিয়াদের হয়ে ক্রিজে রয়েছেন। ব্যাটসম্যান এলগার ১১ রান এবং  পিটারসন ১৪ রান।

বিরাট পিঠে ব্যথা নিয়ে ছিটকে যাওয়ায় প্রথমবার টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। সেঞ্চুরিয়নের ফর্ম ধরে রেখে এখানেও হাফ সেঞ্চুরি করে গেলেন তিনি। কিন্তু শেষদিকে অশ্বিন ৪৬ রান ছাড়া আর একজনও এই উইকেটে অলিভার-রাবাডা-জেনসেনকে সামলাতে পারেননি। অথচ মায়াঙ্ক ২৬ রান, হনুমা ২০ রান, ঋষভ ১৭ রান। লাঞ্চের আগে জেনসেন প্রথম ধাক্কা দিয়েছিলেন মায়াঙ্ককে তুলে নিয়ে। ভারত তখন ৩৬। তারপর অলিভার জোড়া ধাক্কায় স্কোর দাঁড় করিয়ে দেন ৫৩-৩। দুটো উইকেট পূজারা ও রাহানের । পুজারা করেন ৩ রান। এবং অজিঙ্কে রাহানে করেন শূন‍্য। এই দু’জন শেষ কবে বড় রান করেছেন, নিজেরাও সম্ভবত ভুলে গিয়েছেন! কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের এঁদের উপর অগাধ আস্থা। তাই বারবার সুযোগ পাচ্ছেন। বিরাট না খেলায় অটোমেটিক চয়েস ছিলেন শ্রেয়স। কিন্তু তিনিও পেটের সমস্যায় বাইরে থাকলেন। যাঁকে আনা হল, সেই হনুমা একবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে জেনসেন নিলেন চার উইকেট। তিনটি করে উইকেট রাবাডা ও অলিভারের।

আরও পড়ুন:Sc EastBengal: মঙ্গলবার লাল-হলুদের প্রতিপক্ষ বেঙ্গালুরু, নতুন বছরে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version