Friday, May 23, 2025

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে এবার টুইটবাণ ক্ষুব্ধ রাজ্যপালের

Date:

Share post:

রাজ্য সরকারের(state government) সঙ্গে সংঘাত থামাতে একেবারেই রাজি নন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। নানা ইস্যুতে বারবার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। এবার রাজ্য মানবাধিকার কমিশনের(human rights commission) চেয়ারম্যান নিয়োগ নিয়ে ফের একবার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ধনকড়। সোমবার সকালে ক্ষোভ উগরে একের পর এক টুইট করে গেলেন তিনি।

ডিসেম্বর মাসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের(Jyotirmoy Bhattacharya) নাম প্রস্তাব করেছিল সরকার। এই কমিশনের সদস্য করা হয় শিবকান্ত প্রসাদকে। সরকারের তরফে তাদের নাম পাঠানো হয় রাজভবনে, নিয়োগের চূড়ান্ত সম্মতি দেওয়ার জন্য। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকারের তরফে যে নাম প্রস্তাব করা হবে তাতেই সীলমোহর দিতে বাধ্য রাজ্যপাল। যদিও সে পথে না হেঁটে এবার সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন রাজ্যপাল। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোই নিয়ম। সেটাই বলা আছে সংবিধানে।

 

উল্লেখ্য, ওই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় মন্ত্রী। তবে সেদিনের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে কীভাবে প্রার্থীর নাম সুপারিশ করা হল, তা নিয়ে টুইটে প্রশ্ন তোলেন জগদীপ ধনকড়। এই সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠান তিনি।

spot_img

Related articles

অসবসরের সিদ্ধান্ত বিরাটদের নিজস্ব, সাফ বার্তা গম্ভীরের

বিরাট কোহলি(Virat Kohli) এবং রোহিত শর্মা(Rohit Sharma) পরপর টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু...

পাক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত কাশ্মীরবাসীর পাশে আছি, পুঞ্চের পর রাজৌরিতে গিয়ে সাহায্যের আশ্বাস তৃণমূলের

অতর্কিতে পাকিস্তানের গোলা-গুলি বর্ষণে সন্ত্রস্ত কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ-রাজৌরিসহ একাধিক এলাকা। পহেলগাম(Pahalgam) পরবর্তী হামলাতেও বহু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে।...

আজ বিকেলেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণম! কিছুটা দোলাচলে পরিবার

আর হয়ত কয়েকঘণ্টার অপেক্ষা। তার পরেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kuman Shaw)। এমনটাই সূত্রের...

সামিকে ছাড়াই ইংল্যান্ড সফরের দল ঘোষণার পরিকল্পনা

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট(Virat Kohli), রোহিত(Rohit Sharma) নেই। এবার শোনা যাচ্ছে মহম্মদ সামিকেও(Mohammed Shami) নাকি বাদ দিতে...