Thursday, August 21, 2025

করোনার লাগামছাড়া সংক্রমণের প্রকোপের মধ্যে স্কুলের মিড-ডে মিলের সামগ্রী কী ভাবে দেওয়া যাবে,তা নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। এমতাবস্থায় রাজ্যের শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, স্কুল বন্ধ থাকলেও মিড-ডে-মিল, বইখাতা বিতরণ বন্ধ করা হবে না। নির্দিষ্ট সময় মেনে স্কুল কর্তৃপক্ষ তা অভিভাবকদের হাতে তুলে দেবেন।

আরও পড়ুন:Covid 19: করোনা আক্রান্ত পুর কমিশনার এবং মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি

স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস নেওয়া হবে আগের মতোই। পাশাপাশি পরীক্ষাও হবে অনলাইনেই। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বা অধ্যক্ষা, ভাইস চ্যান্সেলর, টিচার-ইন-চার্জ, অফিসার-ইন-চার্জ, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, রেজিস্ট্রার, ফাইনান্স বিভাগের কাজ আগের মতই চালু থাকবে। একইসঙ্গে জরুরি বিভাগ অর্থাৎ, বিদ্যুৎ, জল, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী এবং আধিকারিকদের দায়িত্ব বহাল থাকবে।

নির্দেশিকাতে ছাত্র-ছাত্রীদের বাড়ি যাতে শিক্ষক-শিক্ষিকারা যায় তাদের পঠন-পাঠন সংক্রান্ত পরিস্থিতি এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। যদিও তা বাধ্যতামূলক না করার বদলে শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ হিসেবেই তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দফতর।
একইসঙ্গে যে সমস্ত স্কুলের হস্টেলে রয়েছে সেই হস্টেলগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে। যদি কোনও ছাত্রছাত্রী ক্যাম্পাস থেকে না বের হতে পারেন বা অনেক দূরে থাকেন তাহলে তারা যদি হস্টেলে থেকে যান তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে। যদিও মিড ডে মিলের দেওয়ার প্রক্রিয়া চলবে। বই-খাতা স্কুল মারফত শুধুমাত্র অভিভাবক-অভিভাবিকাদের দেওয়া হবে। স্কুলগুলিতে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনেশন চলবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version