Wednesday, November 5, 2025

মোদি অত্যন্ত অহংকারী: ৫ মিনিটের সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া রাজ্যপাল সত্যপালের

Date:

কৃষক মৃত্যুর ঘটনায় লাগাতার কেন্দ্র সরকারের সমালোচনা করে গিয়েছেন মেঘালয়ের(Meghalaya) রাজ্যপাল(governor) সত্যপাল মালিক(SatyapalMalik)। শুধু তাই নয় কৃষি আইন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন ৫ মিনিটের সাক্ষাতে নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে রীতিমতো ঝগড়া হয় তাঁর। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই প্রসঙ্গ তুলে ধরে মোদিকে ‘ভীষণরকম অহংকারী’ বলে তোপ দাগলেন সত্যপাল।

রবিবার হরিয়ানা দাদরিতে এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানেই তিনি বলেন, কৃষক সমস্যা ইস্যুতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে ৫ মিনিটের সাক্ষাতে রীতিমতো ঝগড়া হয় তার সঙ্গে। উনি অত্যন্ত অহংকারী। যখন আমি তাকে বলি আমাদের ৫০০ কৃষক মারা গিয়েছেন, শুনে তিনি বলেন, আমার জন্য মরেছে? আমি পাল্টা তাকে জানাই, আপনার জন্যই মারা গিয়েছে, কারণ আপনিতো এখন রাজা হয়ে গিয়েছেন। এই বক্তব্যের পর তিনি রীতিমতো ঝগড়া করেন আমার সঙ্গে।” মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করে ছিলেন সত্যপাল। মেঘালয় রাজ্যপাল তোপ দেগে আরো বলেন, যদি কোন কুকুর পর্যন্ত মারা যায় প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠান, অথচ এতজন কৃষকের মৃত্যুর পরও তিনি পুরোপুরি নিশ্চুপ।

আরও পড়ুন:Abhishek Banerjee: কংগ্রেসেকে দুর্বল করছে না তৃণমূল, লক্ষ্য বিজেপিকে হারানো: অভিষেক

উল্লেখ্য, মোদি সরকারের বিরুদ্ধে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের তোপ এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশাপাশি সরাসরি তিনি আক্রমণ জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে। সাম্প্রতিক সময়ে কৃষি আইনকে নিয়ে তার আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। এবার অতীতে মোদি সাক্ষাতের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রীকে অত্যন্ত অহংকারী বলে কটাক্ষ করলেন মেঘালয়ের রাজ্যপাল।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version