Thursday, August 21, 2025

মোদি অত্যন্ত অহংকারী: ৫ মিনিটের সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া রাজ্যপাল সত্যপালের

Date:

কৃষক মৃত্যুর ঘটনায় লাগাতার কেন্দ্র সরকারের সমালোচনা করে গিয়েছেন মেঘালয়ের(Meghalaya) রাজ্যপাল(governor) সত্যপাল মালিক(SatyapalMalik)। শুধু তাই নয় কৃষি আইন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন ৫ মিনিটের সাক্ষাতে নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে রীতিমতো ঝগড়া হয় তাঁর। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই প্রসঙ্গ তুলে ধরে মোদিকে ‘ভীষণরকম অহংকারী’ বলে তোপ দাগলেন সত্যপাল।

রবিবার হরিয়ানা দাদরিতে এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানেই তিনি বলেন, কৃষক সমস্যা ইস্যুতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে ৫ মিনিটের সাক্ষাতে রীতিমতো ঝগড়া হয় তার সঙ্গে। উনি অত্যন্ত অহংকারী। যখন আমি তাকে বলি আমাদের ৫০০ কৃষক মারা গিয়েছেন, শুনে তিনি বলেন, আমার জন্য মরেছে? আমি পাল্টা তাকে জানাই, আপনার জন্যই মারা গিয়েছে, কারণ আপনিতো এখন রাজা হয়ে গিয়েছেন। এই বক্তব্যের পর তিনি রীতিমতো ঝগড়া করেন আমার সঙ্গে।” মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করে ছিলেন সত্যপাল। মেঘালয় রাজ্যপাল তোপ দেগে আরো বলেন, যদি কোন কুকুর পর্যন্ত মারা যায় প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠান, অথচ এতজন কৃষকের মৃত্যুর পরও তিনি পুরোপুরি নিশ্চুপ।

আরও পড়ুন:Abhishek Banerjee: কংগ্রেসেকে দুর্বল করছে না তৃণমূল, লক্ষ্য বিজেপিকে হারানো: অভিষেক

উল্লেখ্য, মোদি সরকারের বিরুদ্ধে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের তোপ এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশাপাশি সরাসরি তিনি আক্রমণ জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে। সাম্প্রতিক সময়ে কৃষি আইনকে নিয়ে তার আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। এবার অতীতে মোদি সাক্ষাতের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রীকে অত্যন্ত অহংকারী বলে কটাক্ষ করলেন মেঘালয়ের রাজ্যপাল।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version