Saturday, May 17, 2025

‘গৃহলক্ষ্মী’র পর এবার গোয়ায় ‘যুবশক্তি’র প্রতিশ্রুতি তৃণমূলের, মিলবে ২০ লক্ষ টাকা ঋণ

Date:

গোয়ায়(Goa) ক্ষমতায় এলে মহিলাদের জন্য গৃহলক্ষী প্রকল্পের ঘোষণা আগেই করেছে তৃণমূল(TMC)। এবার গোয়ার যুবকদের জন্য যুবশক্তি কার্ড(Yubashakti Card) চালুর ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এই কার্ডের মাধ্যমে কোনওরকম বন্ধক ছাড়াই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন যুবকরা। রবিবার পানাজিতে(Panaji) সাংবাদিক বৈঠক করে অভিনব এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদিন দাভালিকার, তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেল(Saket Gokhle) সহ অন্যান্য নেতৃত্বরা।

সাংবাদিক বৈঠক থেকে সুদিন দাভালিকার বলেন, “গোয়ায় এমজিপি-র সঙ্গে জোট হয়েছে তৃণমূলের। এই জোট আগামী দিনে গোয়ায় নতুন ভোর আনবে। রাজ্যে সুশাসন ফিরিয়ে আনব আমরা। নতুন সরকার ক্ষমতায় এলে যুব সম্প্রদায়ের জন্য চালু করা হবে যুবশক্তি কার্ড। যুবকদের আর্থিক সাহায্য করতেই এই প্রকল্পের পরিকল্পনা। এর মাধ্যমে à§§à§® থেকে ৪৫ বছর বয়সীরা কোনরকম বন্ধক ছাড়া ঋণ পাবেন। প্রকল্প চালু করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হবে। গ্যারান্টার থাকবে সরকার। নতুন এই প্রকল্পে গোয়ার যুবসমাজ নিজের পায়ে দাঁড়াতে পারবেন।”

আরও পড়ুন:INTTUC: এক শিল্পে এক ইউনিয়ান চালু তৃণমূলের: প্রথম পদক্ষেপ চায়ে, হবে অন্য শিল্পেও

উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ধাঁচে গোয়াতে গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করেছে তৃণমূল। যার মাধ্যমে গোয়ার মহিলারা ৫০০০ টাকা করে প্রতিমাসে পাবেন। সম্প্রতি গোয়া সফরে গিয়ে এই প্রকল্পের বিষয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিশদে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ধাঁচে এবার গোয়ায় যুবশক্তি প্রকল্পের ঘোষণা করল তৃণমূল। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য গোয়ায় এক লক্ষ বেকার যুবক নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version