Thursday, August 28, 2025

SANTANU THAKUR: বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত শান্তনু ঠাকুরের, বিজেপি ছাড়া নিয়ে জল্পনা

Date:

অস্বস্তি বাড়িয়ে সোমবার রাজ্য বিজেপির সমস্ত গ্রুপ ছেড়েছেন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। আর গ্রুপ ছাড়তে না ছাড়তেই তাঁকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
সোমবার বিজেপি-র গ্রুপ ছাড়ার পর শান্তনু ঠাকুর বলেন, “বঙ্গ বিজেপি-র বর্তমান নেতৃত্বের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমারও ওই সব গ্রুপে থাকার দরকার নেই। সময়মতো সব জবাব দেব।” কয়েক দিন আগে বিজেপি-র পাঁচ বিধায়ক সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারীও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন- Corona: রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: নির্দেশ স্বাস্থ্য ভবনের
জানা গিয়েছে, বঙ্গ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা ছেড়েছেন তাঁদের সকলকে নিয়ে মঙ্গলবার একটি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। ওই বৈঠকের আগে কোনও মন্তব্যে নারাজ বনগাঁর সাংসদ শান্তনু। ইতিমধ্যেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন উত্তর ২৪ পরগণা জেলার মতুয়া সম্প্রদায়ভুক্ত একাধিক বিজেপি বিধায়ক। শান্তনুর ডাকা বৈঠকে ওই বিধায়করাও থাকতে পারেন বলে সূত্রের খবর।

একসঙ্গে এত জন বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ায় বিজেপির অন্দরে নানা জল্পনা ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি শান্তনু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন? তিনি নিজে কোনও মন্তব্য করতে চাননি। তবে, নাম না করে শান্তনুকে তৃণমূলে আগাম স্বাগত জানিয়ে রেখেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর, যিনি শান্তনু ঘনিষ্ঠ আত্মীয়াও বটে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version