Saturday, November 8, 2025

Shantanu Thakur: হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েই রাজ্য BJP-র বিরুদ্ধে তোপ শান্তনুর

Date:

ফের বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপিতে মতুয়া সম্প্রদায়ের ‘পোস্টার বয়’ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। আর তারপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তাঁর দাবি, “আমাকে আর বিজেপির প্রয়োজন নেই। যেখানে আমার প্রয়োজনীয়তা নেই, সেখানে কেন থাকব?’ BJP-র সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ছেড়ে বেরোনোর পর এবার কি দল ছাড়বেন শান্তনু? এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জল্পনা উস্কে তিনি বলেন, “আগামীদিনে কী পদক্ষেপ নেব তা সংবাদ মাধ্যমকে জানাব।” তবে এখনই যে মন্ত্রিত্ব ছাড়ছেন না একথা স্পষ্ট করেছেন তিনি।

নতুন রাজ্য কমিটি গঠনের পরে তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে গেরুয়া শিবিরে। কমিটিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই এই অভিযোগে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন একের পর এক বিধায়ক-নেতা। সেই সময় শান্তনু ঠাকুরই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়েছিলেন। তাহলে হঠাৎ কেন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি থেকে বেরিয়ে গেলেন? এর উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, “রাজ্য BJP-র আর আমাদের প্রয়োজন নেই। তাই আমরাও গ্রুপ থেকে বেরিয়ে এসেছি।” তাহলে কী তাঁর ইঙ্গিত মতুয়া ভোটের দিকে! বিধানসভা নির্বাচনের আগে মতুয়াদের মন জয় করতে উঠে পড়ে লেগেছিলেন বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব। কিন্তু ভোট মিটতেই আর তাদের পাত্তা দিচ্ছে না বিজেপি নেতৃত্ব। বিরোধীরা এই অভিযোগ আগে অনেকবার করেছে। এবার খোদ এই অভিযোগ করলেন BJP সাংসদ। শান্তনু ঠাকুরের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:Arvind Kejriwal: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,রয়েছে মৃদু উপসর্গ

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version