Sunday, November 9, 2025

পাখির চোখ গোয়ার (Goa) বিধানসভা নির্বাচন। সেই কারণেই সেখানে সংগঠন মজবুত করছে তৃণমূল (Tmc)। ডিসেম্বরের শেষেই গোয়া সফর গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নতুন বছরে ফের দ্বীপরাজ্যে যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ৯ জানুয়ারি তিনদিনের সফরে গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, তা পরিবর্তনও হতে পারে।

ক্ষমতায় এলে বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মডেলে গোয়ায় মহিলাদের জন্য ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের ঘোষণা করেছে তৃণমূল। এই প্রকল্পে প্রত্যেক পরিবারের একজন মহিলা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। টাকা সরাসরি যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ডিসেম্বরের শেষে যখন অভিষেক গোয়া সফরে গিয়েছিলেন, তখন সেখানে অনেক মহিলাই তাঁর কাছে গৃহলক্ষ্মী প্রকল্পের বিষয়ে জানতে চান আগ্রহীরা। এখন থেকেই নাম লিখিয়ে রাখতে চান। তাঁদের সঙ্গে কথা বলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দলীয় সূত্রে খবর, এই সফরেও জনসংযোগ সারবেন অভিষেক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) আগেই গোয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তৃণমূল। সোমবারই সেখানে নতুন সাংগঠনিক দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীকেও। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই ৪০ বিধানসভা আসনের গোয়ায় ভোট। ইতিমধ্যেই সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ রাজনৈতিক নেতা ও বিশিষ্টরা যোগ দিয়েছেন তৃণমূলে। সেখানে সফর করে এসেছেন তৃণমূল নেত্রী। অভিষেকও আগে গিয়েছেন বেশ কয়েকবার। এ মাসেই প্রথমেই তাঁর গোয়া যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- Gangasagar Mela: ওমিক্রন আবহেও কোভিডবিধি মেনে হবে গঙ্গাসাগর মেলা: ফিরহাদ হাকিম

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version