Sunday, August 24, 2025

ফের বড় পর্দায় আসতে চলেছেন ডিস্কো ডান্সার অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার একেবারে অন্য ঘরানার ছবিতে মনোবিদের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পরিচালক রামগোপাল বর্মার ‘১২ ও ক্লক’ নামে এক সাইকোলজিক্যাল হরর ছবিতে অভিনয় করেছেন তিনি। আপাতত প্রকাশ্যে এল ফিল্মের ফার্স্ট লুক। টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। ক্যাপশনে জানিয়েছেন, মিঠুনের পাশাপাশি ছবিতে দেখা যাবে মানব কউল, মকরন্দ দেশপাণ্ডে, আশিস বিদ্যার্থী, আলি আসগর, ফ্লোরা সাইনির মতো তারকাদের। আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন:KIFF: করোনা আক্রান্ত রাজ-পরমব্রতরা, আপাতত স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব

‘১২ ও ক্লক:অন্দর কা ভূত’ আদতে পুরোদস্তুর একটি সাইকোলজিক্যাল হরর। যেখানে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে এক মনোবিদের চরিত্রে। ২০১৯ সালের এপ্রিল মাস নাগাদ ‘১২ ও ক্লক’ সিনেমার শুটিং শুরু করেছিলেন রাম গোপাল। প্রথমে ছবির নাম ছির ‘গেহের’। পরে তা পালটানো হয়। কারণ, এই একই নামে ১৯৫৮ সালে একটি রহস্য গল্প নিয়ে তৈরি সিনেমা মুক্তি পেয়েছিল। প্রমোদ চক্রবর্তীর পরিচালনায় সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন গুরু দত্ত ও ওয়াহিদা রহমান। এবার রামগোপালের ‘১২ ও ক্লক’ কতটা ভয়ের হয়ে উঠতে পারে, তা বলবে সময়।

সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। যন্ত্রণা নিয়েই শট দিয়েছিলেন।যদিও এখন তিনি অনেকটাই সুস্থ। তবে করোনা আবহে সিনেমার পাশাপাশি বাংলা টেলিভিশনেও মহাগুরু হিসেবে ফিরছেন মিঠুন। স্টার জলসার রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর নতুন মরসুমে তাঁর সঙ্গে দেখা যাবে সুপারস্টার দেব এবং টেলিভিশন মনামি ঘোষকে ।১৬ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে প্রোমো।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version