Sunday, August 24, 2025

Rahul Dravid: রাহানে-পুজারার পাশে দ্রাবিড়, এখনই সুযোগ পাচ্ছেন না শ্রেয়সরা, জানালেন বিরাটদের কোচ

Date:

এবার অজিঙ্কে রাহানে( Ajinkya Rahane), চেতেশ্বর পুজারার (cheteshwar pujara)পাশে দাঁড়ালেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়( Rahul Dravid))। ভারত-দক্ষিণ আফ্রিকার (India-South Africa) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব‍্যাট হাতে কিছুটা রান পেয়েছেন পুজারা-রাহানে। তবে তার আগে পযর্ন্ত ব‍্যাট হাতে কার্যত নিরাশ করেছেন এই দুই ব‍্যাটার। তাই দাবি উঠেছে, এই দুই ক্রিকেটারকে বাদ দিয়ে হনুমা বিহারী এবং শ্রেয়স আয়ারকে সুযোগ দেওয়া হোক। কিন্তু এখনই রাহানে-পুজারাকে বাদ দিতে চাইছেন না দ্রাবিড়। দ্রাবিড়ের মতে, রাহানে-পুজারা বড় ব‍্যাটার। এদের সময় দেওয়া উচিত। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য শ্রেয়স এবং হনুমাকে আরও খানিকটা অপেক্ষা করতে হবে।

দ্রাবিড় বলেন,” ‘‘জোহানেসবার্গের টেস্টে দুই ইনিংসেই বিহারি খুব ভাল ব্যাট করেছে। প্রথম ইনিংসে ওর আউটটা দুর্ভাগ্যজনক। বলটা হঠাৎ লাফিয়ে উঠেছিল। দ্বিতীয় ইনিংসেও খুব ভাল ব্যাট করেছিল। শ্রেয়সও খুব ভাল ব্যাট করেছে। আসলে ওদের মন খারাপ করলে চলবে না। ওদের ভাবতে হবে, যেটুকু সুযোগ ওরা পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। আশা করছি ওদের সুযোগ আসবে।”

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ব‍্যাটে রান পেয়েছেন চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কে রাহানে। পুজারা-রাহানে প্রসঙ্গে দ্রাবিড় বলেন,” লক্ষ্য করলে দেখা যাবে, এই দুই ক্রিকেটার অনেক দিন অপেক্ষা করার পর জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছে। ব‍্যাটে ওদের প্রথমে রান আসছিল না। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ওরা রান পেয়েছে। লক্ষ‍্য করলে দেখা যাবে এখন আমাদের দলের যারা সিনিয়র ক্রিকেটার, তাদের প্রায় সবাইকেই শুরুর দিকে অপেক্ষা করতে হয়েছে। সেই সময়টায় নিয়মিত রান করে যেতে হয়েছে। ফলে অপেক্ষা সবাইকেই করতে হয়। ”

আরও পড়ুন:Sc EastBengal: ‘শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে দল যেভাবে পারফরমেন্স করেছে তাতে আমি খুশি’, মুম্বই ম‍্যাচের পর বললেন রেনেডি

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version