Friday, November 14, 2025

Abhishek Banerjee: সমর্থন করায় কুণাল সরকারকে ধন্যবাদ অভিষেকের, দিলেন একযোগে লড়াইয়ের বার্তা

Date:

কোভিডকালে আগামী দু’মাস বন্ধ থাকুক ভোট-মেলা। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) এই মতামতকে সমর্থন জানান প্রথিতযশা চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। সৌজন্যের নজির গড়ে তাঁকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে ডা: কুণাল সরকারকে ট্যাগ করে অভিষেক লেখেন,
“ধন্যবাদ কুণাল সরকার,
আপনার সহায়তা আমাদের সকলের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। আসুন একসঙ্গে এই লড়াই করি এবং সকলের ভালো থাকা নিশ্চিত করি”

বর্তমান পরিস্থিতিতে আগামী দু’মাস বন্ধ থাকুক ভোট-মেলা। শনিবার, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারকে নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই মতামত জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তাঁর এই বক্তব্যকে সরাসরি সমর্থন করেন প্রথিতযশা চিকিৎসক কুণাল। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন, “অভিষেকের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানাই। চলুন তাকে বাস্তবায়িত করি।” এর জন্য তাঁকে ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়াই করার বার্তা দেন তিনি।

আরও পড়ুন- Cooch Behar Trophy: করোনার কারণে এবার বাতিল কোচবিহার ট্রফি, টুইট করে জানাল বিসিসিআই

দক্ষিণ ২৪ পরগনায় কোভিডের (Covid) বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে নিজের সাংসদীয় এলাকাতে, আগামী দুমাস কোনও রাজনৈতিক সভা, ধর্মীয় অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা জারি করেছেন সাংসদ অভিষেক। এরপরই তিনি বলেন, সব জায়গাতেই মেলা-ভোট বন্ধ থাকুক- এটা তাঁর ব্যক্তিগত মত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই মতামতকে সমর্থন জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাঁর পাশে দাঁড়ালেন চিকিৎসক কুণাল সরকার। তাঁর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব বুঝেই তিনি এই বিধি জারি করেছেন। কুণাল সরকারের মতে, অভিষেকের মত অনুযায়ী, সব জায়গাতেই এই নিষেধাজ্ঞা জারি হোক। তাঁকে সমর্থনের জন্য খুশি অভিষেক। করোনার লড়াইতে সবাইকে পাশে চান তিনি। সেই মতোই তৃণমূল সাংসদ আহ্বান জানিয়েছেন ডা: সরকারকেও।

 

 

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version