Friday, August 29, 2025

কোভিডবিধি উড়িয়ে শতাধিক কর্মীসহ পুরভোটের প্রচারে দিলীপ, উঠলো বিধিভঙ্গের অভিযোগ

Date:

রাজ্যজুড়ে করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। যদিও হুঁশ নেই বিজেপি নেতাদের(BJP leaders)। আরও একবার সেই নজির গড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বুধবার শতাধিক কর্মী সমর্থককে নিয়ে আসানসোল(Asansol) পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বরতরিয়া এলাকায় প্রচার করলেন তিনি। পুরভোটের প্রচারে দিলীপের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অমর বাউরী(Amar Bauri)। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে করোনাবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল(TMC)।

পুরসভা নির্বাচনকে নজরে রেখে গত দু’দিন ধরে নির্বাচনী প্রচার উপলক্ষে আসানসোলে রয়েছেন দিলীপ ঘোষ। বিধি ভঙ্গের অভিযোগে পরপর দু’বার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। প্রথমে উত্তর আসানসোল এবং পরে কুলটি। তারপরও বুধবার শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বের হন দিলীপ। বিধি ভেঙে প্রচারের এহেন ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “ঠান্ডার মধ্যেই মানুষ বেরিয়েছে। ভাল সাড়া পাচ্ছি।”

আরও পড়ুন:শুভেন্দুকে “তুচ্ছ মানুষ” বলে কটাক্ষ ফিরহাদের, কিন্ত কেন?

চলতি মাসের ২২ তারিখে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভা নির্বাচন। ইতিমধ্যেই তার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। বহু জায়গায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। খবরে করো না বিধি কে মাথায় রেখে কমিশনে একাধিক বিধি-নিষেধ জারি করলেও সে বিধিনিষেধ তুলে শতাধিক মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন দিলীপ ঘোষ।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version