Monday, August 25, 2025

শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমে গোয়া সফরে অভিষেক

Date:

৫ রাজ্যে নির্বাচনের(election) দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন রয়েছে সৈকত রাজ্য গোয়াতে(Goa))। এহেন অবস্থায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সোমবার অর্থাৎ ১৭ জানুয়ারি গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তৃণমূল সূত্রের খবর, কোনওরকম প্রকাশ্য সভা বা প্রচার নয়, দলের সাংগঠনিক কাজেই এই গোয়া সফর অভিষেকের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিনের এই গোয়া সফরে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কাকে কাকে প্রার্থী করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে এই সফরে। এই বৈঠকের পরেই গোয়া তৃণমূল ঠিক করবে তাদের প্রার্থী তালিকা। পাশাপাশি তৃণমূলের তরফে আরো জানা যাচ্ছে, গোয়ায় তৃণমূল তার জোটসঙ্গীকে মোট ৮টি আসন ছেড়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:Accident Followup: পাত্তা নেই বিজেপির, অভিষেকের নির্দেশে দুর্ঘটনাগ্রস্তদের পাশে যুবশক্তি

উল্লেখ্য, রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর গোটা দেশে সংগঠন ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। আর সেই তালিকায় রয়েছে গোয়াও। গোয়াবাসীর উন্নয়নে ইতিমধ্যেই একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে তৃণমূল শিবিরের তরফে। দফায় দফায় গোয়া সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও করোনা পরিস্থিতির কারণে গত ৯ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়। এবার অবশ্য করোনা পরিস্থিতিতেকে গুরুত্ব দিয়ে কোনরকম সভা মিছিল ছাড়াই দলের শেষ মুহূর্তের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে সৈকত রাজ্যে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version