Sunday, November 23, 2025

Tarapith: মুখ্যমন্ত্রীর উদ্যোগ, প্রথমবার তারাপীঠে এসে পৌঁছাল গঙ্গাসাগরের জল

Date:

এই প্রথম! বীরভুমের তারাপীঠে এবার পালন করা হল এক অন্যরকম মকরসংক্রান্তির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঙ্গাসাগরের জল এসে পৌঁছল তারাপীঠ মন্দিরে। গঙ্গা জলে তারা মায়ের পা ধোয়ান সেবায়েতরা।

গঙ্গাসাগর থেকে বিশেষ ট্রেনে এই জল আনা হয়। তারাপীঠ  মন্দির কমিটির সদস্যরা শুক্রবার সকালে এই পবিত্র গঙ্গার জল পেয়ে আপ্লুত। শুক্রবার সকালে রামপুরহাট মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট রণজিৎ হালদার পৌঁছে যান তারাপীঠ মন্দিরে। সেখানে মন্দির কমিটির  হাতে তুলে দেওয়া হয় এই পবিত্র জল।

করোনা অতিমারির জেরে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গঙ্গাসাগর যাত্রা এড়ানোর কথা বলেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১৬টি জেলার বিভিন্ন ধর্মীয় স্থানে গঙ্গা থেকে পবিত্র জল পাঠানোর ব্যবস্থা করেন। তার মধ্যে অন্যতম বীরভূমের তারাপীঠ। মকর সংক্রান্তির দিন শুক্রবার ভোর বেলায় গঙ্গাসাগরের সেই জল এসে পৌঁছয় তারাপীঠ মন্দিরে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে তারাপীঠ মন্দির কমিটির চেয়ারম্যান তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর পাঠানো গঙ্গাসাগরের কলশের জল মা তারা সহ সারা তারাপীঠে ছিটিয়ে দেওয়া হয়। ভক্তদের মাথাতেও সেই জল ছিটিয়ে দেওয়া হয়। আজ মকর সংক্রান্তির এই পবিত্র দিনে গঙ্গা সাগরের জল মাথায় পেয়ে আমরা ধন্য। মুখ্যমন্ত্রীকে আমাদের অন্তরের ধন্যবাদ। তাঁর জন্যই এটা সম্ভব হয়েছে”।

আরও পড়ুন- কীভাবে দুর্ঘটনা রাওয়াতের কপ্টারে? অবশেষে প্রকাশ্যে এলো তদন্ত রিপোর্ট

Related articles

এ্যনুমারেশন ফর্ম ঘিরে নতুন বিতর্কে ‘বাংলাদেশী’ লাভলি খাতুন

মালদহের হরিশ্চন্দ্রপুরের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে অভিযুক্ত প্রাক্তন প্রধান লাভলি খাতুনকে ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসআইআর চালু হওয়ার...

চাপে পড়তেই পিচ নিয়ে বেসুরো ভারত, পন্থের অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন

ইডেন টেস্টে শুরু থেকেই চর্চায় ছিল পিচ। কিন্তু গুয়াহাটিতে(Guwhati) গিয়ে উইকেট বেশ পছন্দ হয়েছিল গৌতম গম্ভীর এবং তাঁর...

কোথায় শুভেন্দুর ‘জয়শ্রীরাম’ স্লোগান: মুর্শিদাবাদে স্লোগান বদলের মুখোশ খুলল তৃণমূল

রাতারাতি স্লোগানই বদলে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! জেলা বদল, স্লোগান বদল। রাজনৈতিক স্লোগান (slogan) এভাবে বদলে ফেলতে...

বিনিয়োগ-কর্মসংস্থানে জোর! অত্যাধুনিক শিল্পতালুক গড়ে উঠছে ধর্মায়

আরও একটি অত্যাধুনিক শিল্পপার্ক গড়ে উঠছে রাজ্যে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে প্রায় ৭ একর জমির উপর...
Exit mobile version