Sunday, November 16, 2025

লাইনে রাখা পিলারের সঙ্গে সংঘর্ষ, কপালজোরে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

Date:

ময়নাগুড়ির দোমোহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখন টাটকা। এরই মাঝে বড়সড় বিপদ থেকে কপালজোরে রক্ষা পেল মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেস। রেললাইনের উপর রাখা সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা খেল ট্রেনটি। যদিও এই দুর্ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) ভালাসাদে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান রীতিমতো পরিকল্পনা করে ট্রেনটিকে লাইনচ্যূত(Train derail) করার চেষ্ট হয়েছিল। যদিও কপালজোরে রক্ষা পেয়েছে ট্রেনটি।

ভালসাদ পুলিশের তরফে জানানো হয়েছে, “শুক্রবার সন্ধে ৭.১০ নাগাদ ভালসাদের অতুল স্টেশনের (Atul Station) কাছে রেল লাইনের উপরে থাকা একটি সিমেন্টের পিলারের সঙ্গে সংঘর্ষ হয় মুম্বই-হজরত নিজামউদ্দিন অগস্টক্রান্তি রাজধানী এক্সপ্রেসের (Mumbai-Hazrat Nizamuddin August Kranti Rajdhani Express )। ট্রেনের ধাক্কায় সিমেন্টের ওই পিলারটি রেল লাইনের বাইরে কিছুটা দূরে ছিটকে যায়। তবে এতে ট্রেনের কোনওরকম বিপদ হয়নি। যাত্রীরাও সকলেই সুরক্ষিত আছেন। ঘটনাটি ট্রেনের চালকের নজরে আসায় তিনি তা দ্রুত অতুল রেল স্টেশনের আধিকারিককে জানান।” এদিকে ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত সেখানে পৌঁছন স্থানীয় পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে সুরাতের আইজি (IG) রাজকুমার প্রধান বলেন, “অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি ওই সিমেন্টের পিলারটিকে রেল লাইনের উপর রাখে। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় পিলারটির। মনে করা হচ্ছে ট্রেনটিকে লাইনচ্যূত করার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পাশাপাশি এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version