Tuesday, November 11, 2025

অভ্যন্তরীণ সংঘাত বন্ধে কড়া বার্তা পার্থর, ভোট পিছিয়ে দেওয়াকেও সমর্থন তৃণমূল মহাসচিবের

Date:

সম্প্রতি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banarjee) একটি মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) অভ্যন্তরীণ সংঘাত বন্ধ করতে কড়া বার্তা দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ, শনিবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিতর্কের চ্যাপ্টার ক্লোজড করলেন তিনি। সেইসঙ্গে আগামিদিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য কিছুটা হুঁশিয়ারির সুরেই পার্থ চট্টোপাধ্যায়
বলেন, ‘‘যে ভাবে প্রকাশ্যে একের পর এক মন্তব্য করা হচ্ছে, তা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যথেষ্ট। কারও কোনও বক্তব্য থাকলে দলের মধ্যে বলুন।”

তিনি আরও বলেন, “আমাদের নজরে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও এমন কিছু বিষয় অনেকে পোস্ট করছেন, যার জন্য দলের ভাবমূর্তিতে আঘাত আসছে। আমি বারবার অনুরোধ করেছিলাম দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের কাছে, কোনও বিবৃতি কোনওরকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা থেকে বিরত থাকতে। কিন্তু তারপরও দেখা গিয়েছে, কেউ কেউ এখনও বিবৃতি দিয়ে চলেছেন। আজ শৃঙ্খলারক্ষা কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কারা কী লিখছে, বলছে বা করছে, সেদিকে নজর রয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আজকের পর থেকে যারা যারা এ বিষয়ে মন্তব্য করবে বা বিবৃতিতে দেবে, তাঁদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা দলকে জানানো হবে। দল তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মহাসচিব হিসেবে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। ফের বলছি, যাঁরা দলের আদর্শে বিশ্বাসী, তাঁরা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন।”

প্রসঙ্গত, গতকাল শুক্রবারও এই ইস্যুতে দলের নেতা ও পদাধিকারীদের সংযত হওয়ার নির্দেশ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করায়, দল এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান। এতে বিরোধীরা মজা লুটছে। কিন্তু তার পরেও অনেকে সংযত হয়নি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনবরত পোস্ট চলছে। তাই অবিলম্বে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠকে বসেছিল। তারপরই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

অন্যদিকে, করোনা আবহে চার পুরনিগমে রাজ্য নির্বাচন কমিশনের ভোট পিছিয়ে দেওয়াকে সমর্থন করেন তৃণমূল মহাসচিব। করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট-এর অনুরোধে কমিশন ভোট পিছিয়ে দিয়েছে। রাজ্য সরকারও তাতে সায় দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসও প্রথম থেকে করোনা মোকাবিলায় সদর্থক ভূমিকা নিয়েছে। সেক্ষেত্রে ভোট পিছিয়ে যাওয়াটা অমূলক নয় বলেই মনে করেন পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বিরোধীদেরও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মহাসচিব। তিনি বলেন, বিরোধী দলগুলি করোনাকে ঢাল করে নির্বাচনে অংশ না নেওয়ার চেষ্টা করেছিল। অথচ তারাই একটা সময় ভোট কেন হচ্ছে না বলে আওয়াজ তুলতো। তবে এই পরিস্থিতিতে ভোট কিছুদিন পিছিয়ে যাওয়াকে পূর্ণ সমর্থন করে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- Abhishek Banerjee: পিছলো পুরভোট, স্বাগত জানালেন অভিষেক

Related articles

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...
Exit mobile version