Tuesday, August 12, 2025

শেষ মুহূর্তে পাঞ্জাবে ভোট পিছনোর আর্জি জানিয়ে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী চান্নির

Date:

নির্বাচনের(Election) দিনক্ষন ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামি ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাব সহ দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। তবে শেষ বেলায় এসে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানাল কংগ্রেস(Congress)। দাবি জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি নয় আরও ৬ দিন পিছিয়ে দেওয়া হোক এই নির্বাচন। এই দাবিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)।

কিন্তু কেন হঠাৎ নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী? কমিশনকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের দলিত শিখদের ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকেই বেনারসে তীর্থ করতে যাবেন প্রায় ২০ লক্ষ দলিত শিখ। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এই ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। নির্বাচন কমিশনের কাছে তাঁর অনুরোধ, ভোটের দিন অন্তত ৬ দিন পিছিয়ে দেওয়া হোক, যাতে এই ২০ লক্ষ ভোটার বেনারস থেকে ফিরে এসেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব (Punjab), মণিপুর এবং গোয়ার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই হিসেবে ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবের ১১৭ আসনে হবে নির্বাচন। কমিসনের তরফে দিনক্ষণ ঘোষণার পর মুখ্যমন্ত্রী নিজে তখন কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এখন হঠাৎ দিন পরিবর্তনের আবেদনে সরব হলেন তিনি। যদিও, শেষ মুহূর্তে চান্নির এই চাবি কমিশন আদৌ মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...
Exit mobile version