Wednesday, November 12, 2025

বিমান সংস্থাগুলির তরফে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হল আমেরিকায়৷৫জি সি ব্যান্ড পরিষেবায় বিমান চলাচলে সমস্যা হতে পারে৷ অবিলম্বে দেশের বিমান পরিষেবা দফতর দ্রুত হস্তক্ষেপ করুক, এমনটাই আবেদন জানানো হয়েছে । বুধবার থেকে আমেরিকায় যে ৫জি সি ব্যান্ড পরিষেবা চালু হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়েছে৷ একই আপত্তি আগেই দেখা গিয়েছে ভারতে ৷

‘এয়ারলাইন্স অফ আমেরিকা’র অধীনে আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, আলাস্কা এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স, জেট ব্লু এয়ারওয়েজ, ফেডএক্স এক্সপ্রেস, সাউথইস্ট এয়ারলাইন্স-সহ বহু প্রথম সারির উড়ান সংস্থাগুলি রয়েছে৷ তারা আপত্তি জানিয়েছে আমেরিকান সরকারের কাছে৷ বলা হয়েছে, ৫জি জরুরি ভিত্তিতেই দেশের সর্বত্র চালু হোক ১৯ জানুয়ারি।

তারা জানিয়েছে,শুধুমাত্র বিমানবন্দরের রানওয়ের থেকে কমপক্ষে ২ মাইল (৩.২ কিমি) এলাকা বাদ রেখে৷ কারণ, ৫জি পরিষেবার ফলে ক্ষতি হতে পারে উড়ান শিল্প, পর্যটক, সরবরবার চেইন, টিকা বণ্টন, কর্মপ্রণালী ও বৃহত্তর অর্থনীতি।’ যদিও আগেই মার্কিন প্রশাসনের তরফে ন‌িশ্চিত করা হয় যে, দেশের ৫০টি বিমানবন্দরে বাফার জোন তৈরি করা হয়েছে। তারপরও উড়ান সংস্থাগুলি নিশ্চিত হতে পারেনি৷ তাই,  ক্রমশই উদ্বেগ বাড়ছে।

এরআগে ভারতে বিমানের উড়ান পরিষেবা বনাম ৫জি বিতর্ক ছড়ায়। ৪ জানুয়ারি ভারতীয় বিমানচালক সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’ কেন্দ্রীয় বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি লেখে৷ চিঠিতে সংগঠনের সভাপতি সুরিন্দর মেহতা জানান, ট্রাই ও ডিজিসিএ একসঙ্গে পরিকল্পনা করে দেশে সি ব্যান্ড ৫জি মোবাইল পরিষেবা শুরু করুক। কারণ, বিমান সুরক্ষা প্রণালীর সঙ্গে  রেডিয়ো অল্টিমিটারের সঙ্গে ৫জি সিগন্যাল ইন্টারফেয়ারেন্সের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত৷

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version