Wednesday, November 12, 2025

মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জাহাজটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে নৌসেনা তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:Weather Forecast:বাউন্সার সামলে স্লগ ওভারে ভালোই ব্যাটিং চালাচ্ছে শীত

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,নৌসেনার এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরে কোনও প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে। নৌসেনা সূত্রে খবর, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাাহাজটির শীঘ্রই উপকূলে ফেরার কথা ছিল।
নৌসেনা সূত্রে খবর, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠিত হয়েছে৷ নৌসেনার এই রণতরীর ভিতরে ব্রহ্মস, বারাকের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। সেকারণে বিস্ফোরণ থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে নিযুক্ত ছিল আইএনএস রণবীর।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘মুম্বইয়ে নৌসেনা বন্দরে একটি দুর্ভাগ্যজনক ঘটনায় তিন নৌসেনা কর্মীর মৃত্যু হয়েছে। আইএনএস রণবীরের ভিতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজের ভিতরের কোনও অংশে বড়সড় ক্ষতি হয়নি।’

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version