Wednesday, November 5, 2025

গোরক্ষপুরে যোগীর বিরূদ্ধে ভোটে লড়বেন দলিত নেতা চন্দ্রশেখর আজাদ

Date:

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে ফের চাপের মুখে গেরুয়া শিবির। গোরক্ষপুর থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরূদ্ধে প্রার্থী হচ্ছেন চন্দ্রশেখর আজাদ রাবণ। উল্লেখ্য, দলিত চন্দ্রশেখর আজাদের বিধানসভা ভোটে সপা-র সঙ্গে জোট বেঁধে লড়াই্ করার কথা থাকলেও শেষপর্যন্ত মনোমানিল্যের কারণে জোট ভেস্তে যায়। একক শক্তিতে চন্দ্রশেখর নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। তবে নির্বাচনে আসন সমঝোতার জন্য কংগ্রেসের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গোরক্ষপুর থেকে রাবণের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের অন্দরে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, যোগী আদিত্যনাথের মূল প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি এখনও ওই আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি। ৫ বছর মুখ্যমন্ত্রী থাকার পর এবারের নির্বাচনে প্রথমবার প্রার্থী হিসাবে লড়ছেন যোগী আদিত্যনাথ। কিছুদিন আগেই গোরক্ষপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী হিসাবে মনোনিত করেছে বিজেপি। প্রথমবার বিধানসভা নির্বাচনে মুখোমুখি হচ্ছেন এই দুই প্রার্থী।
নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে চন্দ্রশেখর জানান, তিনি একা বিজেপিকে পরাজিত করতে না পারলেও যোগী আদিত্যনাথকে পরাজিত করাই তাঁর প্রধান লক্ষ্য। গত কয়েক দশক ধরে বিজেপির গড় হিসাবে পরিচিত রয়েছে গোরক্ষপুর। পশ্চিম উত্তরপ্রদেশে অস্তিত্ব না থাকা চন্দ্রশেখর লড়বেন কীভাবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ৫ বছর যোগী শাসনে দলিত মহিলা থেকে দলিত সমাজের ওপর নির্যাতনের একাধিক অভিযোগ উঠেছে। সেই সমস্ত ইস্যুকে হাতিয়ার করেই আগামী দিনে গোরক্ষপুরে প্রচারে নামতে চাইছেন দলিত নেতা চন্দ্রশেখর। এখন সমাজবাদী পার্টি এবং গোরক্ষপুরের আসনে কংগ্রেস কাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করবে সেই নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version