EVM: ১০৮টি পুরসভার ভোটের জন্য ইভিএম চাইল রাজ্য নির্বাচন কমিশন

পুরভোটের জন্য এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইভিএম চাইল রাজ্য নির্বাচন কমিশন

ইভিএমে হচ্ছে পুরভোট। কিন্তু পর্যাপ্ত ইভিএম নেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে। এই কারণেই
১০৮টি পুরসভার ভোটের জন্য ইভিএম চাইল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

আরও পড়ুন- শুরু কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ, উদ্যোগী মমতা

EVM চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে রাজ্য কমিশন। সূত্রের খবর, ১৫ হাজার ইভিএম দিতে রাজি হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে, কমিশন সূত্রে খবর, ২৭ ফেব্রুয়ারি পুরভোটেও থাকবে না ভিভিপ্যাট (VVPAT)। আগেও নির্বাচন কমিশন জানিয়েছিল, তাদের কাছে পর্যাপ্ত EVM নেই। সে কারণে জাতীয় নির্বাচনের কমিশনের কাছ থেকে ইভিএম চেয়েছিল তারা। এবার সেইমতো ইভিএম চাইল রাজ্য নির্বাচন কমিশন।

 

Previous articleশুরু কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ, উদ্যোগী মমতা
Next articleIcc Ranking: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান খোয়াল ভারতীয় দল