Friday, August 22, 2025

অবশেষে নতুন কোচের হাত ধরে আইএসএলে (ISL) জয় পেয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC EastBengal)। নতুন কোচ মারিও রিভারার (Mario Rivera) হাত ধরে গতকাল এফসি গোয়াকে (Fc Goa) ২-১ গোলে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড। এই জয় পেতে ১১ ম‍্যাচ অপেক্ষা করতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। আর এই জয় যে দলের মেজাজ বদলে দিয়েছে, ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে জানাতে ভুললেন না লাল-হলুদের নতুন হেডস‍্যার।

দায়িত্ব হাতে নিয়েই সাফল্য পেল দল। কী মন্ত্রে ফুটবলারদের মাঠেই নামিয়ে ছিলেন? জবাবে লাল-হলুদ কোচ বলেন,” পরিকল্পনা অনুযায়ী ছেলেরা মাঠে খেলতে পেরেছে। দলের প্রত্যেকেই এদিন দুর্দান্ত খেলায় এই জয় সম্ভব হয়েছে। ভাল ডিফেন্সের উপর জোর দিয়েছিলাম। জানতাম ওরা কিছু না কিছু ভুল করবে। সেই ভুলগুলোই কাজে লাগিয়েছি। না হলে জিততে পারতাম না। পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিকঠাক হলে, কোচের পক্ষে সেটা খুবই তৃপ্তিদায়ক। আর তাতেই সাফল্য।”

মরশুমে প্রথম জয়। দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে লাল-হলুদকে। এই জয় দলের মানসিকতায় পরিবর্তন ঘটবে? এর জবাবে মারিও বলেন,” অবশ্যই। এই মুহূর্তটার জন্য দলকে ১১টা ম্যাচে লড়াই করতে হয়েছে। অবশেষে জয় এল। দলের মেজাজ এখন খুবই ভাল। সবাই খুব খুশি। আমাদের প্রত্যেকের কাছে এটা দারুণ ব্যাপার। দারুণ মুহূর্ত, দলের ছেলেরা এই মুহূর্তটা উপভোগ করছে। আর এটা ওদের প্রাপ্য।”

তবে এখানেই শেষ নয়, এই জয় ধরেই রাখাই যে লক্ষ‍্য লাল-হলুদের সুপার মারিওর, সেকথা জানাতে ভুললেন না তিনি। এই নিয়ে মারিও বলেন,” আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আবার একটা নতুন ম্যাচ রয়েছে। এখন প্রত্যেক দিনই দেখতে হচ্ছে কাকে পাব, বা কাকে পাব না। আমাদের আরও লড়তে হবে। এই জয় প্রতি ম‍্যাচে ধরে রাখাই এখন আমাদের লক্ষ‍্য।”

আরও পড়ুন:Breakfast sport: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version