বিতর্কের মাঝেই নিমেষে বিলীন পাঁচ দশকের ইতিহাস, শিখা মিশল জাতীয় যুদ্ধ স্মারকের শিখায়

দীর্ঘ ৫০ বছর পর রাজধানীর ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা মিশল জাতীয় যুদ্ধ স্মারক শিখায়। দেশের সেনা জওয়ানরা এই অগ্নিশিখাকে বহন করে আনেন। সেই শিখাকে মিশিয়ে দেওয়া ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ বা ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এর প্রজ্বলিত অগ্নিশিখার সঙ্গে।

আরও পড়ুন:Netaji Subhash Chandra Bose: ড্র্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রীর নয়া চাল ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি

১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়ী হয় ভারত। ভারতীয় জওয়ানদের রক্ত ও মুক্তিযোদ্ধাদের বলিদানের ভিতের উপর তৈরি হয় বাংলাদেশ। সেই যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মারক তৈরি হয়। ১৯৭২ সালে সাধারণতন্ত্র দিবসে এই সৌধের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।তখন থেকে জ্বলছিল এই অনির্বাণ শিখা। প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হতেন দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনার প্রধান।কিন্তু আজ,শুক্রবার নিমেষেই বিলীন হয়ে গেল সেই শিখা। মোদি সরকারের নির্দেশে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ মিশিয়ে দেওয়া হয় অমর জওয়ান জ্যোতির সেই অনির্বাণ শিখা।