Sunday, November 9, 2025

নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ট্রাম উদ্বোধন করলেন মদন মিত্র

Date:

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁকে সন্মান জানাতে কলকাতায় বিশেষ ট্রাম উদ্বোধন করলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র (Madan Mitra)। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এই ট্রামের উদ্বোধন করেন তিনি। বিশেষ এই ট্রামটির নাম ‘বলাকা’। ট্রামটির উদ্বোধনের পর মদন মিত্র বলেন, সম্পূর্ণ বিনা পয়সায় এই ট্রামে চড়া যাবে।

পাশাপাশি তিনি (Madan Mitra) আরও বলেন, দিল্লির রাজপথে নেতাজির ট্যাবলো বাতিল করা হয়েছে। কিন্তু কলকাতায় নেতাজির নামাঙ্কিত ট্রাম চলবে, এটা কেন্দ্রকে জবাব দেওয়া হল। আগামী সাতদিন ধরে এই ট্রাম চলবে। এই ট্রামে নেতাজি সংক্রান্ত অনেকগুলি বই থাকবে যা যাত্রীর তাঁদের যাত্রাপথে পড়তে পারবেন।

একই সঙ্গে এই বিশেষ ট্রামে নেতাজির উপর গান এবং দেশাত্মবোধক গান বাজবে, যা শুনতে শুনতে যাত্রীরা গন্তব্যে পৌঁছবেন। প্রথমদিন এই ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত যায়। অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি ট্রাম তৈরি করার জন্য ট্রাম কোম্পানীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মদন মিত্র।

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version